ঢাকাসোমবার , ২৬ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

“ফরাসি-লেবেলযুক্ত কোনো পণ্য সামগ্রী কখনই কিনবেন না”- দেশবাসী‌কে বল‌লেন এরদোয়ান।

আন্তর্জা‌তিক ডেস্ক।
অক্টোবর ২৬, ২০২০ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

মহানবী (সাঃ) কে নি‌য়ে কটু‌ক্তি ও অবমাননায় তেঁ‌তে উঠে‌ছে পু‌রো আরব বিশ্ব। ফ্রা‌ন্সের তুর‌স্কের লেবলযুক্ত কোন পণ্য না ক্রয় করবার জন্য বলা হ‌লে এবার পাল্টা জবাব দি‌লেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর কার্টুন প্রদর্শন ও মুসলিমবিরোধী অবস্থানের প্রতিবাদে ফরাসি পণ্য বর্জনের ডাক দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ইসলামের বিরুদ্ধে প্যারিসের বিতর্কিত অবস্থানের কারণে ফ্রান্সের সঙ্গে তুরস্কের সম্পর্কের অবনতির মধ্যে সোমবার তুর্কি প্রেসিডেন্ট এই ডাক দিয়েছেন।

এরদোয়ান বলেন, ‘ফ্রান্সে বলা হয়েছে তুরস্কের লেবেলযুক্ত পণ্য-সামগ্রী কিনবেন না। আমি তুরস্কের নাগরিকদের একই ধরনের আহ্বান জানাচ্ছি।’

আঙ্কারায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে এরদোয়ান বলেন, ফরাসি-লেবেলযুক্ত কোনো পণ্য সামগ্রী কখনই কিনবেন না।

মুসলিমদের বিরুদ্ধে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অবস্থানের সমালোচনাও করেন এরদোয়ান। এর আগে শনিবার তুর্কি এই প্রেসিডেন্ট বলেন, মুসলিমদের নিয়ে এমানুয়েল ম্যাক্রোঁর সমস্যা আছে। এ জন্য তাঁর মানসিক স্বাস্থ্যের পরীক্ষা দরকার। তুর্কি প্রেসিডেন্টের এই মন্তব্যের পর আঙ্কারা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ফ্রান্স।

গত ১৬ অক্টোবর প্যারিসের উপকণ্ঠে দেশটির এক স্কুল শিক্ষকের শিরশ্ছেদ করে ১৮ বছর বয়সী এক কিশোর। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত কার্টুন শিক্ষার্থীদের প্রদর্শনের কারণে ক্ষুব্ধ ওই কিশোর স্কুল শিক্ষককে হত্যা করেন।

পরে ফ্রান্সের সরকার ওই স্কুল শিক্ষককে দেশটির সর্বোচ্চ মরণোত্তর পদকে ভূষিত এবং বিভিন্ন ভবনের গায়ে হযরত মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত সেই কার্টুনের প্রদর্শন শুরু করে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এই কার্টুনের প্রদর্শনের ব্যবস্থার নির্দেশ দেন। এ অবস্থায় একের পর এক মুস‌লিম দেশ ফরাসী পণ্য বর্জ‌ন ক‌রে চল‌ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।