ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বন্যার্তদের সহযোগিতায় বিএনপির বিশেষ তহবিল গঠন !

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ১৫, ২০২০ ১২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

সব কেন্দ্রীয় নেতাকেই দিতে হবে টাকা !

করোনা মহামারির মধ্যেই দেশে আঘাত হেনেছে ভয়াবহ বন্যা। এতে ঘর-বাড়ি, সহায়-সম্পদ হারিয়ে অসহায় হয়ে পড়েছেন উপদ্রত এলাকার লাখ লাখ মানুষ। এসব মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে জাতীয় ত্রাণ কমিটি গঠন করেছে বিএনপি। এই কমিটির মাধ্যমে বন্যার্তদের সহযোগিতার জন্য কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে নগদ অর্থ সহযোগিতা আদায় করছে দলটি। এজন্য একটি ফান্ডও করা হয়েছে। এই ফান্ডে সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অর্থ সহযোগিতা প্রদানের জন্য দপ্তর থেকে দেয়া হয়েছে চিঠি। পদ-পদবী ভেদে সর্ব নিন্ম অর্থের পরিমাণ উল্লেখ করে দেয়া চিঠিতে আগামী ১৭ আগস্টের মধ্যে অর্থ পরিশোধের নির্দেশনাও দেয়া হয়েছে। এর মধ্যে- দলের যে কয়জন এমপি নির্বাচিত হয়েছেন তাদের প্রত্যেককে দুই মাসের বেতনের সমপরিমাণ অর্থ ফান্ডে জমা দিতে বলা হয়েছে। এছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, ভাইস-চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবদের প্রত্যেককে সর্বনিন্ম ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সম্পাদক ও সহ-সম্পাদকদের জন্য নির্ধারণ করা হয়েছে ১৫ হাজার এবং নির্বাহী কমিটির সদস্যদের ১০ হাজার টাকা। তবে যে কেউ চাইলে দল নির্ধারিত সর্বনিন্ম পরিমাণের চেয়েও বেশি টাকা দিতে পারবে।

স্থায়ী কমিটি এবং নির্বাহী কমিটি মিলিয়ে মোট সদস্য সংখ্যা ৬৪০ জন। চেয়ারপারসনের উপদেষ্টা রয়েছেন ৮২ জন। এর মধ্যে বেশ কয়েকজন মৃত্যুবরণ করেছেন।
বিএনপি সূত্রে জানা যায়, সারাদেশে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তার জন্য গত মাসে স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুকে আহবায়ক করে ৪০ সদস্যের জাতীয় ত্রাণ কমিটি গঠন করে বিএনপি। এই কমিটি ইতোমধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। চাল, ডাল, তেল, লবনসহ বিভিন্ন ধরনের শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে। দলের কেন্দ্রীয় দফতর থেকে বন্যা পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই কোভিডে জনগণের পাশে দাঁড়ানো, বন্যার পর যে সমস্যা দাঁড়াবে তার জন্য তাদের ত্রাণ ও পুনর্বাসনের ক্ষেত্রে যতটুকু সম্ভব দুর্গতদের পাশে দাঁড়াতে বলেছেন আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

বিএনপির জাতীয় ত্রাণ কমিটির আহবায়ক ও স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, আমাদের কমিটি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছে। ইতোমধ্যে যেসব এলাকায় বেশি বন্যা দেখা দিয়েছে সেসব এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। তিনি বলেন, বিএনপি বিরোধী দলে থেকে আর্থিকভাবে ক্ষয়িষ্ণু। এরপরও আমাদের নেতাকর্মীরা সাধ্যের মধ্যে বন্যার্ত অসহায় গরিব মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম চলছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছ থেকেও অর্থ আদায়ের জন্য একটি ফান্ড গঠন করা হয়েছে।

দৈনিক অপরাজিত বাংলা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।