মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ২ ও ৩ নম্বর পিলারের ওপর বসানো হয়েছে ৩৬তম স্প্যান। এর মাধ্যমে দৃশ্যমান হলো ৫ হাজার ৪০০ মিটার সেতু।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সকালে এ স্প্যানটি বসানো হয়। সব পিলার ও স্প্যান প্রস্তুত থাকায় দ্রুত স্প্যান যোগ করা সম্ভব হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক।
সেতুর নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক (মূল সেতু) দেওয়ান আবদুল কাদের জানান, গতকাল বৃহস্পতিবার ১১টার দিকে মুন্সিগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে ৩ হাজার ৬০০ টন ধারণক্ষমতার ভাসমান ক্রেন ‘তিয়ান-ই’ ওয়ান-বি নামের স্প্যানটিকে নিয়ে রওনা হয়। ২-৩ নম্বর পিলারের অবস্থান মাওয়া প্রান্তে। অল্প সময়ের মধ্যে স্প্যান পিলারের কাছে পৌঁছে যায়। তবে সময় স্বল্পতার কারণে বৃহস্পতিবার স্প্যান বসানো যায়নি।
এর আগে ৩১ অক্টোবর সেতুর ৩৫তম স্প্যান বসানো হয়। পদ্মাসেতুর নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের জানিয়েছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সব স্প্যান সেতুতে বসানোর পরিকল্পনা তাদের।
২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর খুঁটিতে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে দৃশ্যমান হয় পদ্মা সেতু।