ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম পুলিশের বিরুদ্ধে ঐতিহাসিক রায় !

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২০ ৭:১৬ অপরাহ্ণ
Link Copied!

পুলিশী নির্যাতনে মৃত্যুর আইনে ঐতিহাসিক রায় দিলেন আদালত। মিরপুরের পল্লবী থানা হেফাজতে জনি হত্যা মামলায়পুলিশের তিন সদস্যকে যাবজ্জীবন সাজা দেয়া হয়েছে। এছাড়া পুলিশের অন্য দুই সোর্সকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়।

২০১৪ সালের ফেব্রুয়ারি মিরপুর১১ নম্বর সেক্টরে বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে পুলিশের সোর্সের অশালীন আচরণের প্রতিবাদকরায় ইশতিয়াক হোসেন জনি তার ভাই ইমতিয়াজ হোসেনকে পল্লবী থানায় নিয়ে রাতভর পেটানো হয়। জনির অবস্থা খারাপহলে তাকে ঢাকা মেডিকেলে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনায় জনির ছোট ভাই রকি পল্লবী থানারসে সময়ের এসআই জাহিদ, এএসআই রাশেদুল, এএসআই কামরুজ্জামান পুলিশ সোর্সের বিরুদ্ধে পুলিশের হেফাজতে মৃত্যুনিবারণ আইনে মামলা দায়ের করেন।

২০১৩ সালে পুলিশ হেফাজতে নির্যাতন মৃত্যু নিবারণ আইন প্রণয়ন হয়। বছর পর আইনে প্রথম কোনো মামলার রায়দিলেন আদালত। রায়ে তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন সাজা দেয়া হয়। এছাড়া পুলিশের দুই সোর্সকে বছর করে কারাদণ্ডদেয়া হয়।আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেন জনির পরিবার।রাষ্ট্রপক্ষ বলেন, এই ঘটনায় জন আসামির  জনের যাবজ্জীবন জনের বছর কারাদণ্ড দেয়া হয়েছে।  

মামলায় ২৪ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। রায়ের বিরুদ্ধে আসামি পক্ষের আইনজীবী উচ্চ আদালতে আবেদনকরার কথা জানান।

এর আগে জনির মা, ভাই, দুই শিশু সন্তান সুবিচার দাবি করে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।