ঢাকাশনিবার , ৩ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বাংলা‌দে‌শে ক‌রোনা প‌রি‌স্থি‌তি গতানুগ‌তিক: মূল প্রেক্ষাপ‌টে কোন প‌রিবর্তন ‌নেই!

নি‌জেস্ব প্র‌তি‌বেদন
অক্টোবর ৩, ২০২০ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

মা‌র্চের ৮ তা‌রি‌খে ৩ জন ক‌রোনা রোগীর শনাক্ত হওয়ার পর থে‌কে গত ৮ মা‌সে সা‌র্বিক চি‌ত্রের কোন প‌রিবর্তন নেই। রোগী পরীক্ষার শতকরা হা‌রে শনাক্ত ও মৃ‌তের সংখ্যা সে গতানুগতিক ধারাই অব্যাহত আছে। সারা পৃ‌থিবী‌তে যেখা‌নে ক‌রোনার দ্বিতীয় প্রবা‌হের ভয়ংকর থাবা প‌ড়ে‌ছে বাংলা‌দে‌শে তার চিত্র পু‌রোই বিপরীত।

গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো ৬ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে প্রায় সাড়ে তিন লাখ মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১০ লাখ ৩৩ হাজার ছাড়াল। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা প্রায় ৩ কোটি সোয়া ৪৮ লাখ।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৩ অক্টোবর, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৩ কোটি ৪৮ লাখ ২৪ হাজার ৮৯৯ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১০ লাখ ৩৩ হাজার ২০৬ জন ইতোমধ্যে মারা গেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৮ লাখ ৯১ হাজার ৫৮১ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৭৯ লাখ ১১২ জন করোনারোগী, যাদের মধ্যে ৬৬ হাজার ২৮৭ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চসংখ্যক মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ সংখ্যা বেড়ে ৭৫ লাখ ৪৯ হাজার ৩২৩ জনে দাঁড়িয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ লাখ ৭১ হাজার ৯৩৪ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৪৮ লাখ ৮২ হাজার ২৩১ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১১ লাখ ৯৪ হাজার ৬৪৩ জন ও কলম্বিয়ায় পঞ্চম সর্বোচ্চ ৮ লাখ ৪১ হাজার ৫৩১ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—পেরু (৮ লাখ ২১ হাজার ৫৬৪ জন), স্পেন (৮ লাখ ১০ হাজার ৮০৭ জন), আর্জেন্টিনা (৭ লাখ ৭৯ হাজার ৬৮৯ জন), মেক্সিকো (৭ লাখ ৫৩ হাজার ৯০৬ জন) ও দক্ষিণ আফ্রিকা (৬ লাখ ৭৭ হাজার ৮৩৩ জন)।

কোভিড-১৯ মহামারীর প্রাণহানিতেও শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ লাখ ১৩ হাজার ৫২৪ জনে দাঁড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৪৫ হাজার ৪৩১ জন মানুষের মৃত্যু হয়েছে ব্রাজিলে। ভারতে মারা গেছেন তৃতীয় সর্বোচ্চ ১ হাজার ৮৭৫ জন। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৭৮ হাজার ৪৯২ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪২ হাজার ২৬৮ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৩৫ হাজার ৯৪১ জন), পেরু (মৃত্যু ৩২ হাজার ৬০৯ জন), ফ্রান্স (মৃত্যু ৩২ হাজার ১৫৫ জন), স্পেন (মৃত্যু ৩২ হাজার ৮৬ জন) ও ইরান (মৃত্যু ২৬ হাজার ৫৬৭ জন)।

এছাড়া কলম্বিয়ায় ২৬ হাজার ৩৯৭ জন (১১তম), আর্জেন্টিনায় ২০ হাজার ৫৯৯ জন (১২তম), রাশিয়ায় ২১ হাজার ৭৭ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ১৬ হাজার ৯০৯ জন (১৪তম), চিলিতে ১২ হাজার ৮৬৭ জন (১৫তম), ইকুয়েডরে ১১ হাজার ৪৯৫ জন (১৬তম), ইন্দোনেশিয়ায় ১০ হাজার ৯৭২ জন (১৭তম), বেলজিয়ামে ১০ হাজার ২৩ জন (১৮তম), জার্মানিতে ৯ হাজার ৫৯৬ জন (১৯তম), কানাডায় ৯ হাজার ৪০৯ জন (২০তম), ইরাকে ৯ হাজার ২৯৮ জন (২১তম), বলিভিয়ায় ৮ হাজার ৪৫ জন (২২তম), তুরস্কে ৮ হাজার ৩২৫ জন (২৩তম), পাকিস্তানে ৬ হাজার ৪৯৯ জন (২৪তম), নেদারল্যান্ডসে ৬ হাজার ৪২৮ জন (২৫তম), মিসরে ৫ হাজার ৯৫৬ জন (২৬তম), সুইডেনে ৫ হাজার ৮৯৫ জন (২৭তম), ফিলিপাইনে ৫ হাজার ৬১৬ জন (২৮তম), বাংলাদেশে ৫ হাজার ৩০৫ জন (২৯তম) ও সৌদি আরবে ৪ হাজার ৮২৩ জন (৩০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।