ঢাকাবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বানারীপাড়ায় ক্ষুদে ইঞ্জিনিয়ার মহসিন সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত।

মো. সুজন মোল্লা, বানারীপাড়া (বরিশাল) থেকে।
অক্টোবর ২৮, ২০২০ ১০:৩৩ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের বানারীপাড়া পৌরসভার ১নং ওয়ার্ডের ডক ইয়ার্ড মালিক মরহুম মহসিন সরদারের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৮ অক্টোবর সন্ধায় পৌরসভার ১নং ওয়ার্ডের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দোয়া-মিলাদ ও স্মৃতি চারণ অনুষ্ঠিত হয়।

মহসিন সরদারের স্মৃতি চারণ করতে গিয়ে কথা বলেন, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মজিবুর রহমান,বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আশরাফি হোসেন মনির মৃধা,উত্তরপাড় বন্দর বাজারের ব্যবসায়ী আলাউদ্দিন মল্লিক,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সম্পাদক ও ডক ইয়ার্ড মাণিক সমিতির সভাপতি একেএম জাহিদ হোসেন সরদার,বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি কেএম শফিকুল আলম জুয়েল,সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,সদস্য নাহিদ হোসেন সরদার প্রমূখ।

দোয়া মোনাজাত পরিচালনা করেণ,উত্তরপাড় বন্দর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হাফেজ মোহাম্মদ আমজাদ হোসাইন ও মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিলুর রহমান।

উল্লেখ্য মহসিন সরদার ২০ অক্টোবর বিকেল ৪ টায় তার নিজ মালিকানাধীন ডক ইয়ার্ডে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মত্যু বরণ করেণ। মালিক সমিতির পক্ষ থেকে মরহুম মহসিন সরদারের পরিবারকে নগদ ১লাখ টাকা দেয়া হয়েছে।

প্রসঙ্গত ডক ইয়ার্ডে যে সকল শ্রমিকরা কাজ করেণ তাদের কোন একাডেমিক সার্টিফিকেট না থাকলেও এরা একেক জন ক্ষুদে ইঞ্জিনিয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।