তানজিলা ইসলামঃ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২০২০ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত নির্বাচনে পুনরায় সভাপতি পদে কাজী সালাহ্ উদ্দিন বিজয়ী হয়েছেন। কাজী সালাহ্উদ্দিন ও সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপির প্যানেলে ২১ পদের মধ্যে ১৪টি পদ অর্জন করেছেন। নির্বাহী ১৫জন সদস্যদের মধ্যে কাজী সালাহ্ উদ্দিন প্যানেলে ৯জন ও অপর সমন্বয় পরিষদের ৬জন বিজয়ী হন। নির্বাহী সদস্যরা মোঃ জাকির হোসেন চৌধুরী ৮৭, আব্দুল ওয়াহিদুদ পিন্টু ৮৬, বিজন বড়–য়া ৮৫, আরিফ হোসেন মুন ৮৫, মোঃ নূরুল ইসলাম নূরু ৮৪, মহিউদ্দিন আহমেদ সেলিম ৮৪, টিপু সুলতান ৮১, সত্যজিত দাস রুপ ৭৬, ইলিয়াস হোসেন ৭৫, ইমতিয়াজ হামিদ সবুজ ৭৪, হারুন অর রশীদ ৭০, মাহফুজ আক্তার কিরন ৭০, আমির খান ৬৯, সাইফুল ইসলাম ৬৯, মহিদুর রহমান মিরাজ ৬৮ ভোট পেয়ে নির্বাচনে বিজয়ী হয়েছেন। এ নির্বাচনে সহ-সভাপতির একটি পদে মহিউদ্দিন আহমেদ মহি ও তাবিদ আউয়ালের মাঝে ৬৫ ভোটে ট্রাই হওয়ায় আগামী ৩১ই অক্টোবর এ পদে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট প্রক্রিয়া শেষে বাংলাদেশ ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন কাজী সালাহ্উদ্দিন।