বরিশালের বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইন্দের হাওলা গ্রামে রাজিয়া বেগম (৪৫) বাড়িতে একা থাকেন। তিনি মৃত নূর হোসেন ফকিরের স্ত্রী। তার একমাত্র ছেলে মো. রহিম ফকির ঢাকায় সামান্য চায়ের দোকানী। আর একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে।
রাজিয়া বেগমের বসত বাড়িটি প্রায় ১০ শতক জমির ওপরে। তার বাড়ি লাগোয়া রয়েছে একটি সরকারি খাল। তার কিছু অংশ কয়েক বছর আগেই ভরাট হয়ে যায়।
ওই সিকস্তি জমিতে রাজিয়া বেগম বাথরুম ও হাঁস মুরগী পালনের ঘর বানিয়ে এবং সাক সব্জির চাষ করে সাবলম্বী হবার চেষ্টা করছেন। রাজিয়া বেগমের ওই জমির ওপরে নজর পরে আনোয়ার ফকির (৫০) নামের এক ব্যক্তির। সে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আউয়ার গ্রামের রহমান ফকিরের ছেলে।
রাজিয়া বেগম জানান ৩ সেপ্টেম্বর সকালে আনোয়ার গংরা তার বসত ঘরের সামনে কাঠ ও বাঁশ দিয়ে বেড়া দিয়ে আটকিয়ে দেয়। এ সময় রাজিয়া বেগমের বাথরুম এবং হাঁস-মুরগী লালন পালন করার ঘর খালে ফেলে দেয়। যার ফলে রাজিয়া বেগম বর্তমানে বিভিন্ন সমস্যায় রয়েছেন। একা বাড়িতে থাকতে গিয়ে তিনি নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও জানান।