রাজধানীর নয়া পল্টনে বিএনপিকে ২৩ শর্তে মহাসমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
অপরদিকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ পাল্টা করবে আওয়ামী লীগ।
এর আগে, বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগের তিন সংগঠনের পাল্টা
সমাবেশের জায়গা নিয়ে পুলিশ গতকাল বুধবার আপত্তি তোলে।
পুলিশ বিএনপিকে ঢাকার গোপীবাগ এলাকায় গোলাপবাগ মাঠে সমাবেশ করার পরামর্শ দিয়েছিল।
কিন্তু দলটি তাদের প্রস্তাবিত নয়াপল্টন এলাকা অথবা সোহরাওয়ার্দীর উদ্যান ছাড়া অন্য কোথাও মহাসমাবেশ করতে রাজি হয়নি।
এই দুটি জায়গা নিয়ে আপত্তির ক্ষেত্রে পুলিশ কর্মদিবসে রাস্তায় সমাবেশের কর্মসূচিতে মানুষের দুর্ভোগের বিষয়কে যুক্তি হিসেবে দেখায়।
পরে গত রাত নয়টায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এক অনির্ধারিত সংবাদ সম্মেলন করে দলটির
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক দিন পিছিয়ে আগামীকাল শুক্রবার মহাসমাবেশ করার সিদ্ধান্ত ঘোষণা করেন।
এ সময় তিনি বলেন, এই মহাসমাবেশে সরকার কিংবা সরকারের কোনো প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না বলে তাঁরা আশা করেন।
বিএনপির সমাবেশের সময় পাল্টানোর পর আওয়ামী লীগের তিন সংগঠনের পক্ষ
থেকেও শুক্রবার সমাবেশের নতুন তারিখ ঘোষণা দেওয়া হয়।
পুলিশের বিকল্প প্রস্তাব অনুযায়ী, আওয়ামী লীগের সমাবেশ রাজধানীর আগারগাঁওয়ে
পুরোনো বাণিজ্য মেলা মাঠে করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল।
কিন্তু আগামীকাল এই স্থানের পাশেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিচারপতিদের
নিয়ে রাষ্ট্রপতির একটি অনুষ্ঠান থাকায় এখন দলটি আবার বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই সমাবেশ করতে চায় বলে আজ
দুপুরের দিকে দলটির সহযোগী সংগঠনের কয়েক নেতা জানান।
জানা গেছে, বিএনপিকে দেয়া শর্তের মধ্যে রয়েছে :
কোনো লাঠিসোটা ও ব্যাগ বহন করা এবং নির্ধারিত সীমানার বাইরে বের হওয়া যাবে না। রাষ্ট্রদ্রোহী বক্তব্য দেয়া দেয়া যাবে না।
এদিকে, সকাল থেকে পার্টি অফিসে সামনে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে নেতাকর্মীরা এলেও তাদেরকে সরিয়ে দিতে দেখা গেছে।
তবে যান চলাচলে কোনো বিঘ্ন সৃষ্টি হয়নি। সাজোয়ায় যান, রায়টকার নিয়ে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
মহাসমাবেশকে কেন্দ্র করে সারাদেশ থেকে বিপুল সংখ্যাক নেতাকর্মী ঢাকায় এসেছেন।
সমাবেশ এক দিন পিছিয়ে যাওয়ায় অনেক নেতাকর্মী নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।
কেউ কেউ ছবিও তুলেন।
এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে ঢাকায় মহাসমাবেশ ঘিরে দলের
নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রয়েছে এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
‘নয়া পল্টনেই হবে বিএনপির মহাসমাবেশ।’
এ সময় সারাদেশের নেতাকর্মীদের ওপর হামলা মামলা ও গ্রেফতার নির্যাতনের চিত্র তুলে ধরে রিজভী বলেন,
এখন পর্যন্ত পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে সরকারের অনুগত আইনশৃঙ্খলা বাহিনী।
পূর্ব ঘোষণা অনুযায়ী বিএনপির মহাসমাবেশ হওয়ার কথা ছিল বৃহস্পতিবার।
যা এক দিন পিছিয়ে শুক্রবার করা হয়েছে।