ঢাকাবুধবার , ৬ সেপ্টেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিএনপি ড. ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায়: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ৬, ২০২৩ ১১:১১ অপরাহ্ণ
Link Copied!

নির্বাচনকে সামনে রেখে বিএনপি ড. ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ইউনূসকে নিয়ে মাঠে নামতে চায়।

তারা আবার ওয়ান-ইলেভেনের মতো দেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের এ আশা পূরণ হবে না।

কাদের বলেন, গত নির্বাচনে এই অশুভ শক্তি ড. কামাল হোসেনকে সামনে রেখে যে খেলা শুরু করেছিল, এ বছর ড. মুহাম্মদ ইউনূসকে সামনে রেখে সেই খেলা খেলতে চায়। সবাইকে সতর্ক থাকতে হবে।

শেখ হাসিনা সরকারের পাশে দাঁড়াতে হবে মন্তব্য করে সেতুমন্ত্রী বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে আমাদের সবার শেখ হাসিনার পাশে দাঁড়াতে হবে।

সংখ্যালঘুদের নিরাপত্তার একমাত্র গ্যারান্টি শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগকে নির্বাচিত করে দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় ভূমিকা রাখতে হবে।’

সেতুমন্ত্রী বলেন, এখন সময়টা খুব ভালো নয়। এখানে অসুরের আস্ফালন বেড়ে গেছে।

অশান্তির হুমকি আছে। এখন শিষ্টের পালন করতে হবে। এ দেশের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনরা নিরাপদে আছেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাম্প্রদায়িক ঘটনা ঘটাতে পারে রাজনৈতিক দুর্বৃত্ত, জঙ্গিবাদি গোষ্ঠী, যাতে সংখ্যালঘু এবং প্রতিবেশি দেশের সাথে সম্পর্ক নষ্ট হয়। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

পূজা সামনে রেখে কোনো অশুভ শক্তি যাতে ক্ষতি করতে না পারে, সে জন্য হিন্দুদের, তাদের বাড়িঘর এবং সম্পদের নিরাপত্তা দিতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে।

এ সময় শ্রীকৃষ্ণের দেয়া বাণীর প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আমাদের সকলকে শ্রীকৃষ্ণের দেয়া বাণী এখনও স্মরণ করতে হবে।

মানুষের মতো মানুষ হতে হলে তার বাণী আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে।’

এরপর ওবায়দুল কাদের শুভ জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।