ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিজ্ঞানী অ্যান্থনি ফাউসিকে ‘বোকা’ বললেন ট্র্যাম্প।

অনলাইন ডেস্ক।
অক্টোবর ২১, ২০২০ ৪:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

করোনাভাইরাম মহামারীতে বহু-সমালোচিত রাষ্ট্রীয় প্রতিক্রিয়ার পরিবর্তনের ডাক দিয়েই হোয়াইট হাউস করোনাভাইরাস টাস্ক ফোর্সের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ফাউসি ট্রাম্পের হতাশার কেন্দ্রবিন্দুতে পরিণত হন।

গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে প্রচারণা দলকে ট্রাম্প বলেন, মানুষ করোনা নিয়ে ক্লান্ত। মানুষ বলছে, যাই হোক, আমাদের ছেড়ে দাও। তারা এসব নিয়ে ক্লান্ত। ফাউসি এবং এমন সব ‘বোকাদের’ কথা শুনতে শুনতে মানুষ ক্লান্ত।

যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে প্রায় আড়াই লক্ষ মানুষ। ৭৯ বছর বয়সী ফাউসি ওয়াশিংটনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজ পরিচালনার জন্য বিশ্বব্যাপী স্বীকৃত।

ট্রাম্প বলেন, মনে হচ্ছে তিনি এখানে ৫০০ বছর ধরে আছেন। ফাউসির কথা যদি শুনতাম তাহলে আমাদের মৃতের সংখ্যা ৭ থেকে ৮ লাখ হতো।

ট্রাম্পের দাবি, ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে আগে তাকে বরখাস্ত করা প্রতিক্রিয়াশীল হবে।

করোনাভাইরাস সম্পর্কে ট্রাম্পের একটি প্রচারণার ভিডিওতে তার একটি ক্লিপ ব্যবহারে অসন্তুষ্টি প্রকাশের এক সপ্তাহ পরেই ফাউসিকে নিয়ে এমন মন্তব্য করলেন ট্রাম্প।

মহামারী চলাকালে বিভিন্ন সময়ে কোভিড-১৯ চিকিত্সা এবং ভ্যাকসিনের বিকাশের বিষয়ে ট্রাম্পের জনমতকে স্পষ্ট বা সংশোধন করেছেন ফাউসি। তবে তাদের কথার স্বরই মাঝে মাঝে উত্তেজনার জন্ম দিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।