ঢাকারবিবার , ৯ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বিদেশি বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ৫৩৭ শতাংশ। বাড়‌ছে কর্মসংস্থান।

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৯, ২০২০ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!


ক‌নোনা মহামা‌রি‌তে বিশ্ব অর্থনী‌তি যখন মন্দার কব‌লে ঠিক তখনই বাংলা‌দে‌শে বি‌দেশী বি‌নি‌য়োগ প্রস্তাব বে‌ড়ে‌ছে ৫৩৭ শতাংশ। চল‌তি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কাছে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগ ও যৌথ বিনিয়োগের প্রস্তাব ২০১৯ সালের একই সময়ের তুলনায় ৫৩৭.৫১ শতাংশ বেশি এসেছে। এই বৃদ্ধির পরিমাণ ৪১ হাজার ৫০২.৯৫৪ মিলিয়ন টাকা। বিডার সর্বশেষ পরিসংখ্যান ও তথ্য অনুযায়ী, বছরের এই তিন মাসে মোট প্রায় ৫৬ হাজার ৮৩৫.৮১১ মিলিয়ন টাকা বিনিয়োগের প্রস্তাব পাওয়া গেছে। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে বিডার কাছে আসা এই ৪৬টি বিনিয়োগ প্রস্তাবের মধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ৩৮টি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। তারা ১৫ হাজার ৩৩২.৮৫৭ মিলিয়ন টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। সম্পূর্ণ বিদেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে পাঁচটি আর যৌথ বিনিয়োগের প্রস্তাব এসেছে তিনটি। এই বিনিয়োগের পরিমাণ ৪১ হাজার ৫০২.৯৫৪ মিলিয়ন টাকা। বিডা আরও জানিয়েছে, শিল্পপ্রতিষ্ঠানগুলোর কাছ থেকে সবচেয়ে বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে, যা মোট প্রস্তাবের ৭৭.২৩ শতাংশ।
কৃষি শিল্পের জন্য ৬.৮৯ শতাংশ প্রস্তাব এসেছে। দেশি ও বিদেশি এই বিনিয়োগ প্রস্তাবের ফলে দেশে প্রায় ৬ হাজার টি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
সরকা‌রের উচ্চ পর্যায় থে‌কে দে‌শে বি‌দেশী বি‌নি‌য়োগ বাড়া‌তে চেষ্টা অব্যাহত রে‌খে‌ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।