১২ ফেব্রুয়ারি (শুক্রবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)’র মহাপরিচালক তেদ্রোস আধানম এক নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, নানা দেশ গণস্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা জোরদার করার ফলে বিশ্বব্যাপী নতুন করে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা কমতে শুরু করেছে। তবে সতর্কতা শিথিল করার সময় এখনো আসে নি।
তিনি জোর দিয়ে বলেন, টিকা উত্পাদনের পরিমাণ এবং সব দেশে টিকা প্রয়োগের গতির উপর নির্ভর করছে মহামারির নিয়ন্ত্রণ। এর আগে সংস্থাটি চলতি বছরের প্রথম ১০০দিনে সব দেশের চিকিত্সাকর্মী ও প্রবীণদেরকে টিকা প্রদান করার একটি পরিকল্পনা উত্থাপন করেছিল। আগামি শুক্রবার বছরের ৫০তম দিন। তাই সংশ্লিষ্ট সবাইকে টিকা উত্পাদন বেগবান করা ও প্রযুক্তি ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন তিনি।
সংস্থার বিশেষজ্ঞ দল ইতোমধ্যে চীনের উহান সফর শেষ করেছেনে এবং আগামি কয়ক সপ্তাহের মধ্যে তাদের পূর্ণ প্রতিবেদন প্রকাশ করবেন।
তিনি বলেন, একবার সফর করে সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া না গেলেও কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে। এ ব্যাপারে ভবিষ্যতে আরও বিশ্লেষণ ও গবেষণা প্রয়োজন।