ঢাকাশুক্রবার , ৯ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত আকবর আলি খান।

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৯, ২০২২ ১০:০২ অপরাহ্ণ
Link Copied!

চিরনিদ্রায় শায়িত হলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, বিশিষ্ট অর্থনীতিবিদ আকবর আলি খান। শুক্রবার বাদ জুমা গুলশানের আজাদ মসজিদে জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় তাকে। বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান একাধারে লেখক, বিশ্লেষক, শিক্ষক, অর্থনীতিবিদ ও সাবেক আমলা আকবর আলি খান।

শেষবারের মতো গুলশানে নিজের বাসায় আনা হলো বিশিষ্ট অর্থনীতিবিদ আকবর আলি খানকে। এখানেই থাকতেন তিনি। স্ত্রী-সন্তানের মৃত্যুর পর সঙ্গী ছিলেন বৃদ্ধ শ্বাশুড়ি।

বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে মৃত্যু হয় তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার। শুক্রবার সকালে আকবর আলি খানের মরদেহ বাসায় আনা হলে শেষবারের মতো চোখের জলে বিদায় জানান স্বজনেরা।

অর্থনীতির পুরোধা এই ব্যক্তিত্বের প্রয়াণের খবরে ছুটে আসেন বিশিষ্টজনরা। স্মরণ করেন, আকবর আলী খানের বর্ণাঢ্য জীবন। অর্থনীতি থেকে শিক্ষা, মুক্তিযুদ্ধে অবদান ছাড়াও সরকারের গুরুত্বপূর্ণ পদে তার নিষ্ঠার কথা স্মরণ করেন শ্রদ্ধাভরে।

আকবর আলি খানের মরদেহ দুপুরে নেয়া হয় গুলশানে আজাদ মসজিদে। সেখানে বাদ জুম্মা অনুষ্ঠিত হয় জানাজা। দেয়া হয় গার্ড অব অনার।

এরপর মরদেহ নেয়া হয় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে। সেখানেই চিরনিদ্রায় শায়িত আকবর আলী খান।

বৃহস্পতিবার রাতে মারা যান আকবর আলি খান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি।

১৯৪৪ সালে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জন্মগ্রহণ করেন আকবর আলি খান। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর কানাডার কুইন্স বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি লাভ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।