দুপুর ২টা ১০ মিনিটের দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ১ দফা দাবিতে বিএনপির মহাসমাবেশে।
আর মহাসমাবেশে শুরু এক ঘণ্টার মাথায় শুরু হয় ঝুম বৃষ্টি। চলে প্রায় আধা ঘণ্টা।
কিন্তু সেই বৃষ্টির বাধাও আটকাতে পারেনি বিএনপি নেতাকর্মীদের।
মঞ্চ থেকে নেতারা দেন বক্তব্য আর বৃষ্টিতে ভিজে সড়কে বসে ও দাঁড়িয়ে শোনেন কর্মীরা।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর ২টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে পিকআপ ভ্যানে অস্থায়ী মঞ্চে
মহাসমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। যদি সকাল ১০ টা থেকে নেতাকর্মীরা পল্টন এলাকায় জড়ো হতে শুরু করে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।