ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে পৃথক অভিযানে মাদক ও চন্দন কাঠসহ আটক ২

মোরশেদ আলম, যশোর প্রতিনিধি
অক্টোবর ৬, ২০২০ ৮:৫২ পূর্বাহ্ণ
Link Copied!

বেনাপোলে পৃথক অভিযানে ভারত থেকে পাচার করে আনা ফেনসিডিল, গাঁজা ও চন্দন কাঠ সহ দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার বেনাপোল  সীমান্ত গ্রাম সাদিপুর ব্রীজের পাশ থেকে ৪ কেজি গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

অপরদিকে রোববার রাত ১০ টার সময় বেনাপোলের চোরাচালানি ঘাট হিসাবে পরিচিত পুটখালী থেকে একজনকে সাড়ে ১৭ কেজি চন্দন কাঠসহ আটক করে পোর্ট থানা পুলিশ।

আটককৃতরা হলো বেনাপোল পৌরসভার বড়আঁচড়া গ্রামের আব্দুল মুজিদের ছেলে ফয়সাল হোসেন (১৯) ও থানার পুটখালী উত্তরপাড়ার রুহুল আমিনের ছেলে তরিকুল ইসলাম (২৬)।
বেনাপোল পোর্ট থানার এসআই মোস্তাফিজুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি মামুন খানের নেতৃত্বে সাদিপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজা ও ২৪০ বোতল ফেনসিডিলসহ ফয়সাল নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। ওই সময় তার সাথে থাকা আরো দুই জন মাদক চোরাচালানি পালিয়ে যায়। তাদের নামেও মামলা হবে। তবে এখন তাদের নাম বলা যাবে না।

অপরদিকে থানার সেকেন্ড অফিসার এস আই মাসনুন পুটখালী গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি চন্দন কাঠসহ তরিকুল নামে এক চোরাচালানীকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের নামে মাদক ও চোরাচালানি মামলা দিয়ে যশোর জেল হাজতে পাঠানো হবে।

তবে মাদক পাচারের সাথে জড়িত আরো দুই জনের নামে মামলা হবে। আসামিদের আটক করার জন্য আপাতত নাম বলা যাবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।