ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোলে মোবাইল ও মোটরসাইকেল সহ আটক-২।

যশোর প্রতিনিধি।
অক্টোবর ২৫, ২০২০ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বেনাপোলে চোরাইপথে ভারত থেকে পাচার করে আনা ১৪ টি মোবাইল ফোন একটি প্লাটিনা মোটরসাইকেল সহ ২ জনকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত মোবাইলের মুল্য ২ লাখ ১০ হাজার টাকা। শনিবার বিকালে মোবাইলের এ চালানটি বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া পুটখালী সড়কের গাতিপাড়া গ্রামের পাকা রাস্তার ওপর থেকে আটক করে। আটককৃতরা হলো থানার পুটখালী গ্রামের তারেক হোসেন এর ছেলে তাজমুল হোসেন ও একই গ্রামের আফসার আলীর ছেলে নুরনবী।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মোঃ আশরাফ হোসেন বলেন গোপন সংবাদ এর ভিত্তিতে গাতিপাড়া পাকা রাস্তার ওপর থেকে রেডমি মোবাইল ৪টি, রিয়েলমি ৩ টি, ভিভো ৪ টি, ও অপো ২টি মোবাইল সহ একটি প্লাটিনা মোটরসাইকেল সহ ২ জনকে আটক করা হয়। আটককৃত মোবাইলের বাজার মুল্য ২ লাখ ১০ হাজার টাকা। আসামিদের দুইজনকে চোরাচালানী মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটক মোটর সাইকেল ও মোবাইল সেটগুলোও পোর্ট থানায় জমা করা হয়েছে।
এ বিষয়ে সরেজমিন পুটখালী গেলে এলাকাবাসীর জনৈক আবু বক্কার জানান, তাজমুল ও নুরনবী দীর্ঘদিন যাবত ভারত থেকে মোবাইল ফোন, গাজা ফেনসিডিল সহ নানা ধরনের পণ্য এনে বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাচার করে। তবে এরা বেশীর ভাগ মহাজনদের মাল শ্রমিক ( স্থানীয় ভাষায় জন) হিসাবে বহন করে নিয়ে আসে। আসল মালিকরা ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে।
স্থানীয় অন্য একটি সুত্র বলেছে. নুরনবী মোটরসাইকেল ভাড়ায় চালায় ;সে ছদ্ম বেশে ভারত থেকে মাদক দ্রব্য সহ নানা ধরনের পন্য আনে। এবং যাত্রীবেশে তাজমুলকে মোটরসাইকেলে বসিয়ে ওই সকল পণ্য বেনাপোল, বাগআচড়া, নাভারন ও যশোর এলাকায় পাচার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।