স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে লিখিত চিঠিতে সকল বেসরকারী হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রনালয়ের অনুমোদন ছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর কোন প্রকার অভিযান না চালানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিলো।
কিন্তু স্বাস্থ্য সচিব আবদুল মান্নান জানিয়েছেন, দেশের বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযান এক মিনিটের জন্যও বন্ধ হবে না। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ পেলে টাস্কফোর্সের সদস্যরা সরাসরি অভিযান চালাবে।
আজ আজ ৯ আগস্ট, রবিবার সচিবালয়ে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এবং বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের মালিকপক্ষের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান সচিব।
স্বাস্থ্য সচিব জনাব আব্দুল মান্নান আরও জানান, মানুষ যাতে তাদের অভিযোগ জানতে পারে সে জন্য আমরা হটলাইন নাম্বার চালুর বিষয়টিও বিবেচনা করছি।”