কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য নগরীর উত্তর হালিশহরের ১১ নং ওয়ার্ডে অবস্থিত ফইল্যারতলী বাজারের সকল ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে বিতরন করা হলো হ্যান্ড স্যানিটাইজার, সাবান মাস্ক সহ কোভিড-১৯ সুরক্ষা সামগ্রী।
গতকাল ১৪ এপ্রিল (বুধবার) চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী মহোদয়ের পক্ষে সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত একটানা এসব সুরক্ষা সামগ্রী বিতরন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১১,২৫,২৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি।
সুরক্ষা সামগ্রী বিতরন কালে মহিলা কাউন্সিলর হুরে আরা বেগম বিউটি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন “আপনারা সকলে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ব্যবসায়িক কার্যক্রম চালাবেন। আপনাদের কাছে আগত ক্রেতাদের মাস্ক পরিধান ও স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়ে উৎসাহিত করবেন। মাস্ক পরিধান ছাড়া কারো কাছে পণ্য বিক্রি করবেন না।”
এসময় তিনি আরও বলেন, “আপনাদের যেই সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে সেখানে সিটি কর্পোরেশন কর্তৃক স্বাস্থ্য বিধি মানা নির্দেশিত একটি লিফলেট দেওয়া আছে। লিফটের প্রত্যেকটি নির্দেশনা আপনারা যথাযথভাবে পালন করতে চেষ্টা করবেন। আমরা চাই করোনার এই ঢেউয়ের মাঝে আমার নির্বাচিত ওয়ার্ড ১১,২৫,২৬ এর প্রতিটি মানুষ আল্লাহর রহমতে যেনো সুস্থ থাকেন।”
সুরক্ষা সামগ্রী বিতরন প্রসঙ্গে হুরে আরা বেগম বিউটি দৈনিক অপরাজিত বাংলাকে বলেন, “বর্তমানে আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এসময় আমাদের এ মহামারী থেকে নিজেদের রক্ষা করতে হলে কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।”
তিনি আরও জানান, “চলমান করোনার ২য় ঢেউ সামাল দিতে এ কঠোর লকডাউনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এর পক্ষে আজকে এ সুরক্ষা সামগ্রী সকল ব্যবসায়ীদের মাঝে বিনামূল্যে বিতরন করলাম।”
বাজারের বিভিন্ন ব্যবসায়ীরা এধরনের কার্যক্রমের প্রশংশা করেন। এ ধরনের কার্যক্রম সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে মোঃ আলী নামে একজন ব্যবসায়ী আমাদের প্রতিনিধিকে বলেন, “২০২০ সালে করোনাকালীন সময়ে কাউন্সিলর আপাকে (হুরে আরা বেগম বিউটি) দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ করোনা থেকে রক্ষা পেতে সুরক্ষা সামগ্রী বিতরণ করতে দেখেছিলাম। এবারও তাঁর কার্যক্রমের জন্য তাকে ধন্যবাদ জানাই।” তিনি আরও বলেন, “আমরা চাই এবারও এ ক্রান্তি লগ্নে এলাকার প্রতিটি দুস্থ মানুষ উনার মাধ্যমে সাহায্য সহযোগীতা পান।”
সুরক্ষা সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ডের ছাত্রলীগ-যুবলীগ আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতৃবৃন্দ।