ঢাকাবুধবার , ৭ সেপ্টেম্বর ২০২২
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ৭, ২০২২ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি নেতারা। আজ বুধবার বেলা দুইটায় এ সাক্ষাৎ হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানিয়েছেন। রবার্ট ডিকসনের আমন্ত্রণে বিএনপির নেতারা এ সাক্ষাৎ করেন বলে শায়রুল কবির জানান।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপির নির্বাহী কমিটি সদস্য তাবিথ আউয়াল সৌজন্য সাক্ষাৎ করতে যান।

এ সাক্ষাতের বিষয়ে পরে রবার্ট ডিকসন টুইট করে বলেন, ‘সব মতের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হওয়া কূটনীতির আবশ্যকীয় অংশ। আজ বিএনপির নেতাদের সঙ্গে মিলিত হতে পেরে আনন্দিত বোধ করছি। আমরা সাম্প্রতিক রাজনীতির নানা বিষয়ে আলোচনা করেছি। এর মধ্যে সম্প্রতি পুলিশ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সহিংসতা এবং বিএনপি নেতাদের নিহত হওয়ার উদ্বেগজনক ঘটনা নিয়েও আলোচনা হয়েছে।’

বিএনপির সূত্র জানিয়েছে, এ সাক্ষাতের সময় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি ব্রিটিশ হাইকমিশনারের হাতে তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সাক্ষাতের বিষয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ফেসবুকে তাঁর পেজে লিখেছেন, ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির প্রতিনিধি হিসেবে আলাপ করতে গিয়েছিলাম ঢাকার ব্রিটিশ হাইকমিশনে। হাইকমিশনার রবার্ট ডিকসন এ সময় ভোলা ও নারায়ণগঞ্জে বিএনপি কর্মী নিহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন। এর আগেও বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ও রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ জানিয়েছিল ব্রিটেন। বাংলাদেশের গণতান্ত্রিক ধারা সচল রাখা এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য নিরসনে আলোচনার ওপর জোর দেওয়ার আহ্বান জানান ব্রিটিশ হাইকমিশনার।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।