চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন যত গনিয়ে আসছে আমেজও ততখানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। প্রর্থীরাও ঘুরে বেড়াচ্ছেন ভোটরদের দ্বারে দ্বারে। থেমে নেই ১১,২৫,২৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ মনোনীত সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ প্রার্থী হুরে আরা বেগম বিউটি। তিনিও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চষে বেড়াচ্ছেন তার নির্বাচনি ওয়ার্ড সমূহে। নিয়মিত উঠান বৈঠক করছেন ওয়ার্ডের পাড়া-মহল্লা গুলোতে।

আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরীর সাথে গনসংযোগে মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বেগম বিউটি।
১১ নং ওয়ার্ড আব্দুপাড়ায় এক উঠান বৈঠকে কাউন্সিলর প্রার্থী হুরেরা বেগম বিউটি বলেন, “আমি আপনাদের লোক সুখে-দুখে আপনাদের পাশে থাকতে চাই। রাষ্ট্রের ন্যায় সঙ্গত সুযোগ-সুবিধা নিয়ে আপনাদের সেবা করতে চাই।আমি রক্ষক হতে চাই, ভক্ষক নয়, আমি সেবক হতে চাই কিন্তু শোষক নয়।”
তিনি আরো বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মগডালে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায়, আমার মোবাইল ফোন মার্কা সহ, স্ব-স্ব ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর প্রার্থীদেরকে আপনাদের মূল্যবান ভোট প্রদান করবেন।”
বৈঠক শেষে একজন সাধারণ ভোটার কে এক সংবাদ কর্মী প্রশ্ন করলেন “হুরে আরা বেগম কে আপনি কেন ভোট দিবেন?” তখন তিনি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন “কেন ভোট দিবো “তাহলে শুনেন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস এর প্রাদুর্ভাবের কারণে ২০২০ সালের প্রথমার্ধে চলমান ছুটিতে গৃহবন্ধি হয়ে পরেছিলম । তখন আমার মত দিন মজুর খেটে খাওয়া নিম্ন মধ্যবিত্ত লোকগুলো পরিবার পরিজনদের খাদ্যের যোগান দিতে হিমসিম খাচ্ছিল। তখন তিনি ১১,২৫,২৬ নং ওয়ার্ড এলাকায় নিজের ব্যক্তিগত উদ্যোগে দরিদ্র অসহায় মা বোনদের মাঝে একাধারে দশ দিন প্রায় ১৫০০ জনকে খাদ্যের সহায়তা করেছেন, আমি এবং আমার এলাকার অনেক অসহায় দরিদ্র পরিবার তখন এই দুঃসময়ে আপার কাছ থেকে সহায়তা পেয়ে ছিলাম। আজকে যারা আমাদের কাছে ভোট চাইতে আসে সেদিন তো তাদের কাউকে দেখা যায়নি। আমি একারণে হুরে আরা আপাকে ভোট দেবো। আপনারাও দোয়া করবেন আপার ন্যায় ভালো মানুষ গুলো যেন নির্বাচিত হয়।”
উঠান বৈঠকে নিয়মিত উপস্থিত থাকছেন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।