ভারতীয় টিভি সিরিজ ক্রাইম পেট্রোল দেখে অনুপ্রাণিত হয়ে মা এবং ছেলের হত্যাকারী ফারুককে অবশেষে গ্রেফতার করেছে র্যাব। ঘটনার এক মাস পর অস্ত্র এবং ছুরিসহ তাকে চট্টগ্রাম নগরীর আকবরশাহ এলাকা থেকে গ্রেফতার করা হয়। এক মাসের বেশি সময় ধরে নানা ছদ্মবেশে ঢাকা-চট্টগ্রাম ঘুরে বেড়িয়েছেন তিনি।
ক্রাইম পেট্রোলের ঘটনাগুলো দেখে হত্যাকাণ্ডের পর আত্মগোপনের সবকিছুই রপ্ত করে নেয় অভিযুক্ত ফারুক। হত্যাকাণ্ডের রাতেই বেশভূষা পাল্টে খাগড়াছড়ি গিয়ে ওয়েল্ডিংয়ের দোকানে কাজ নেয়, সেখান থেকে আবার ঢাকায় চলে যায়।
সবশেষ গ্রেফতার এড়াতে মাজারে অবস্থান নেয়। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হয়নি। ধরা পড়ে র্যাবের পাতানো ফাঁদে।
র্যাব-৭-এর অধিনায়ক লে কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, গ্রেফতার নিয়মিত ভারতীয় সিরিয়াল ক্রাইম পেট্রোল দেখত। পরে ময়ূরী মাকে এবং তাদের পুরো পরিবারকে হত্যার হুমকি দিত এবং বলত, এমনভাবে হত্যা করা হবে; যাতে তার কোনো ট্রেস না থাকে।