ঢাকাবুধবার , ১৬ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ভারত থেকে পেঁয়াজ আসার খবরে কমতে শুরু করলো পেঁয়াজের ঝাঁঝ

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৬, ২০২০ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ভারতের রপ্তানি বন্ধের খবরে দেশের বাজারে নৈরাজ্য সৃষ্টি হয় পেঁয়াজ নিয়ে। পেঁয়াজ রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ফের আমদানির খবর ছড়িয়ে পড়েছে। ফলে একদিনের মধ্যেই দিনাজপুরের হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিপ্রতি ১৫ থেকে ৩০ টাকা। এতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্থানীয়রা। রাজধানীর কাচাবাজার ঘুরে দেখা যায়, দেশে উৎপাদিত হাইব্রিড পেঁয়াজ ৯৫ আর আমাদানি করা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ টাকা দরে। পাইকারিতে দেশি হাইব্রিড পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮৫ থেকে ৯০ টাকায়। আর ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা দরে।
বাংলাদেশ-ভারত সীমান্তে পারাপারের অপেক্ষায় পেঁয়াজ বোঝাই পাঁচ শতাধিক ট্রাক। ঋণপত্র থেকে শুরু করে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে আছে এ সব চালানের।
বলা হচ্ছে, ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমতি পেলে যে কোনো সময় বাংলাদেশে ঢুকতে পারে এ সব ট্রাক। আর এ খবর কিছুটা হলেও লাগাম টেনেছে পেঁয়াজের দামে। বাজারে কমেছে ক্রেতা উপস্থিতিও।
এদিকে, গত রোববার এলসি করা যে পেঁয়াজ ভারত থেকে দেশে আসার কথা ছিলো তা ছাড় হতে পারে এ সংবাদে হিলি বন্দরে কেজিতে দাম কমেছে ১০ টাকা।
সীমান্তের ওপারে পেঁয়াজ নিয়ে দেশে আসার অপেক্ষায় আছে ৫ শতাধিক ট্রাক। সরবরাহ স্বাভাবিক হলে দাম হাতের নাগালে চলে আসবে বলে মত ব্যবসায়ীদের।

দৈনিক অপরাজিত বাংলা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।