ঢাকামঙ্গলবার , ২১ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে রিজভীর আহ্বান

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৩ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বুধবার (২২ নভেম্বর) ভোর থেকে ডাকা ৪৮ ঘন্টার র্সবাত্মক অবরোধ কর্মসূচি পালনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। জনগণের ভোটের অধিকার জনগণকে ফিরিয়ে দেয়ার জন্যই এ আন্দোলন দাবি করে তিনি বলেন, বিএনপি ন্যায়ের ও কল্যাণের পথে আছে। এই কর্মসূচি আমাদের দেশের গণতন্ত্র ও মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার বৃহত্তর আন্দোলনের অংশ।
সারাদেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাকর্মীরা করছে বলে অভিযোগে করেছেন রিজভী। মঙ্গলবার (২১ নভেম্বর) বিকালে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেশজুড়ে ভীতির রাজত্ব কায়েমের উদ্দেশ্যে প্রতিদিন নৈরাজ্যে লিপ্ত হচ্ছে আওয়ামী লীগের দুষ্কৃতকারী কর্মীরা। তারা গণপরিবহনে অব্যাহতভাবে অগ্নিসংযোগ করছে। আর নীরব দর্শকের ভূমিকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৪৭৫ জনের বেশি বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে, এবং বিভিন্ন মামলায় এক হাজার ৭২০ জনের বেশি নেতাকর্মীকে আসামি করা হয়েছে বলে দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।