প্রতিবেশী রাষ্ট্র ভারতে রুপ নিয়েছে করোনার দ্বিতীয় ধাপের মরন কামড়। ঝুঁকিতে বাংলাদেশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও বহু আগেই বিশ্বকে সতর্ক করেছিলো করোনার দ্বিতীয় ধাপ অবশ্যম্ভাবী এবং তা হবে প্রথম ধাপের চেয়েও ভয়াবহ। ডব্লিউএইচও -এর সতর্কতা আমলে নেয় নি প্রাথমিক করোনা সংকট কাটিয়ে উঠা অনেক উন্নয়নশীল দেশগুলো। ইতিমধ্যে ইউরোপের বেশ কিছু দেশ এবং যুক্তরাষ্ট্রে ইতিমধ্যে করোনার ভয়াবহতা শুরু হয়ে গেছে।
গত একদিনেই ভারতে ৭০ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছে। দেশটিতে গত ১৮ দিন ধরে প্রতিদিনই বিশ্বের করোনা সনাক্তদের মধ্যে শীর্ষ স্থান ধরে রেখেছে।
ভারতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে মহারাষ্ট্রে, তার পরেই রয়েছে তামিল নাড়ু ও অন্ধ্রপ্রদেশ। গতকাল পর্যন্ত ভারতে এ তিনটি স্থানে করোনাতে মোট মৃতের সংখ্যা ৫৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে আর শনাক্ত ৩০ লাখ ছাড়িয়েছে।
মৃত্যুর দিকে বিশ্বে প্রথম কাতারে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু এক লাখ ৮০ হাজারের বেশি, শনাক্ত প্রায় ৫৮ লাখ ৪১ ছাড়িয়েছে। অন্যদিকে ব্রাজিলে এক লাখ ১৪ হাজারের বেশি মানুষ মারা গেছে, শনাক্ত ৩৫ লাখ ৮২ হাজার ছেড়ে গেছে।
বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ৮ হাজার ছাড়িয়েছে, শনাক্ত ২ কোটি ৩৩ লাখ ৮০ হাজারের বেশি।
এদিকে পুরো ইউরোপজুড়ে করোনা সংক্রমণ বাড়ছে। জার্মানিতে এপ্রিলের পর শনিবার সর্বোচ্চ দুই হাজার ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ইতালিতেও ১২ই মে’র পর একদিনে করোনা শনাক্ত এক হাজার ছাড়িয়েছে। ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।