ঢাকাশুক্রবার , ৭ মে ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ভার‌তে দৈ‌নিক হি‌সে‌বে সর্বা‌ধিক আক্রান্ত, মৃত্যু প্রায় ৪ হাজার।

নিজস্ব প্রতিবেদক
মে ৭, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

ভারতে দৈনিক হিসাবে সর্বাধিক সংখ্যক মানুষ নভেল করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সে দেশে চার লাখ ১৪ হাজার ১৮৮ জন নতুন করে কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। গতকাল এ সংখ্যা ছিল চার লাখ ১২ হাজার ২৬২ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যু চার হাজার ছুঁই ছুঁই। বৃহস্পতিবার তিন হাজার ৯১৫ জনের মৃত্যু হয়েছে। আগের দিন বুধবার এ সংখ্যা সর্বোচ্চ তিন হাজার ৯৮০ ছিল। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।

আজকের চার লাখ ১৪ হাজার মিলে ভারতে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই কোটি ১৪ লাখ ৯০ হাজারে। রোববার থেকে শুরু করে চলতি সপ্তাহে প্রতিবেশী দেশটিতে ১৫ লাখ ৭০ হাজার করোনা রোগী শনাক্ত হয়েছে আর ৫০০ জনের মতো প্রাণ হারিয়েছে।

গত ১ মে ভারতে দৈনিক সংক্রমণ প্রথমবারের মতো চার লাখ ছাড়িয়েছিল। তারপর চার দিন চার লাখের নিচেই ছিল নতুন সংক্রমিতের সংখ্যা। আজ নিয়ে দুদিন তা আবার চার লাখের ঘরে রয়েছে।

নয় দিন ধরে ভারতে করোনায় দৈনিক মৃত্যু তিন হাজারের ওপরে থাকছে। গত দুদিন তা চার হাজার ছুঁই ছুঁই। এ হারে বাড়তে বাড়তে সে দেশে মোট মৃতের সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। কর্ণাটক, দিল্লি ও উত্তরপ্রদেশেও মৃতের সংখ্যা তিনশোর বেশি রয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় কেরালা ও মধ্যপ্রদেশে পূর্ণাঙ্গ লকডাউন জারি করা হয়েছে।

এদিকে, ভারতে বর্তমানে উপসর্গহীন রোগীদের অবস্থা মারাত্মকভাবে খারাপ বলে জানিয়েছেন দেশটির সরকারের করোনা নিয়ন্ত্রণ উপদেষ্টা গ্রুপের সদস্য ড. ভি রাভি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।