ঢাকামঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

ভাস্কর্য কথনঃ ধর্মীয় আবেগ নাকি নোংরা রাজনীতি?

মো. আ. মন্নান চৌধুরী, রাজনৈতিক বিশ্লেষক।
ডিসেম্বর ৮, ২০২০ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

আ. মন্নান চৌধুরী।

ইসলাম ধর্মে ভাস্কর্য হারাম এটা আমাদের সমাজের অনেক আলেমরা বলছেন আর আমাদের মধ্যে অনেকে আলেমদের এ কথাটা না মেনে বিরোধীতা করছেন, যা আলেমদের অপমান করার সামিল। সত্যিকারের আলেম বললে সেটা মানতেই হবে।

তাই এখন প্রশ্ন হলো তাঁরা সত্যিকারের আলেম কিনা এবং তারা ইসলাম ধর্মের স্বার্থে ভাস্কর্যের বিরোধীতা করছেন কিনা? নাকি নোংড়া রাজনীতি করছেন?

আমাদের সবার মনে থাকার কথা ১৯৯১ এর নির্বাচনের আগে মাওলানা সাঈদী সাহেব বিভিন্ন জনসভায় বলতেন, ইসলাম মহিলার শাসন মানে না এবং এটা বলার পিছনেও একটি নোংড়া রাজনৈতিক কৌশল ছিল বৈকি।

তখন ধরে নেওয়াই হয়েছিল আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। কিস্তু ক্ষমতায় আসলো বিএনপি। বিএনপি প্রধান মহিলা হওয়া সত্বেও ইসলাম মহিলার শাসন মানে না এ নীতি থেকে সরে এসে জামাত খালেদা জিয়ার দলকে সর্মথন দিলো। সুতরাং, এখানে ইসলাম মহিলার শাসন মানে না এটা ছিল জামাতের একটি নোংড়া রাজনৈতিক কৌশল।

২০০১ এর নির্বাচনে ইসলামিক দলগুলো বিএনপি সহ বিপুল আসন নিয়ে ক্ষমতায় আসেন। তখন দেশে বহু ভাস্কর্যের সাথে জিয়া সাহেবের ভাস্কর্যও ছিল। তখন কি ভাস্কর্য ইসলাম ধর্মে হারাম এ কথা‌টি পবিত্র কোরআন ও হাদীসের কোথাও ছিল না?

ইসলামিক দলগুলো ক্ষমতায় থাকার পরও (ইসলামিক দলের প্রভাবশালী কয়জন মন্ত্রীও ছিলেন) এ দেশে ভাস্কর্যগুলি কিভাবে দাড়িঁয়ে ছিলো? তা ছাড়া কোন দলের সাহায্য ছাড়াই জোট সরকার যে কোন আইন পাশ করাতে পারতো এবং তখন ভাস্কর্য নিষেধ এমন একটি আইন পাশ করা হলে আজ এ বির্তকের সুযোগ থাকতো না।

বর্তমানের এ আন্দোলনের প্রেক্ষিতে ইসলামিক দলগুলোর মধ্যে আবারো ক্ষমতার লোভ, মধুর লোভ ও ভন্ডামী এখানে স্পষ্টভাবে ভেসে উঠেছে। এখন কোন ইস্যু না পেয়ে কোন একটি মহল তথাকথিত আলেমদের অর্থের লোভ ও ক্ষমতার লোভ দেখিয়ে ভাস্কর্যের বিরোধীতা করে একটি আন্দোলন দাঁড় করার জন্য লেলিয়ে দিয়েছে এমনটা ভাবলে কি খুব অন্যায় হবে?

সুতরাং স্বাধীনতা বিরোধীদের/ তথাকথিত আলেমদের এ আন্দোলন ভাস্কর্যের বিরুদ্ধে নয় এটা আর একটি নোংড়া রাজনৈতিক কৌশল মাত্র।

এ আন্দোলনের নোংড়া কৌশলটি বঙ্গবন্ধু এবং বর্তমান সরকারের বিরুদ্ধে। ভন্ডরা বার বার পরাজিত হয়। তাই মনে হয় না ভন্ডদের এ কৌশল কাজে লাগবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।