মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী মমতাজ বেগমের পথসভা উপলক্ষে ভোটারদের জন্য মাংস-খিচুড়ি রান্না করায় এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৮০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পাঠানো হয়েছে শিশু পরিবারে।
বুধবার রাতে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকায় নৌকার কর্মী বাবুল হোসেন ভুট্টুকে এই জরিমানা করা হয়। নির্বাচন উপলক্ষে গঠিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এই জরিমানা ও খাবার জব্দ করেন।
স্থানীয়রা জানান, রাতে আঙ্গারিয়া এলাকায় নৌকার প্রার্থী মমতাজ বেগমের একটি পথসভা ছিলো। এ উপলক্ষে বাবুল হোসেন ভুট্টু কর্মী-সমর্থক ও ভোটারদের খাবারের জন্য বাড়িতে খিচুড়ি-মাংস রান্না করেন। এরপর সেগুলো প্যাকেট করা হচ্ছিল। এসময় ভ্রাম্যমাণ আদালত তার বাড়িতে উপস্থিত হয়ে জরিমানা ও খাবার জব্দ করে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুনুর রশিদ জানান, নির্বাচন আচরণ বিধির ১০(চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্য সামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু বাবুল এই আইনভঙ্গ করেছেন। যে কারণে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে খাবার প্যাকেট গুলো জব্দ করে মানিকগঞ্জ শিশু পরিবারের পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান ও সিংগাইর থানা পুলিশ উপ-পরিদর্শক শরিফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।