১২ই আগস্ট, বুধবার রাত আনুমানিক ১২টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন “মধুবন ব্রেড এন্ড বিষ্কুট ইন্ডাস্ট্রিতে” এক ভয়বহ অগ্নিকান্ড ঘটে! খুব অল্প সময়ের মধ্যেই ফায়ার সার্ভিসের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কেন প্রাণহানীর ঘটনা না ঘটলেও কিন্তু ততক্ষনে ক্ষতি হয়ে যায় প্রায় ৩৫ লক্ষ টাকার মালামালের।
কারখানাটির ব্যবস্থাপক এম. এম. শাহজাহান দৈনিক অপরাজিত বাংলাকে জানান, “ফায়ার সার্ভিসের লোকজনসহ আমাদের কর্মকর্তা কর্মচারীদের চেষ্টায় নিজস্ব পানির হাউজের এবং গ্যাস সিলিন্ডার এর মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয়। এতে আমাদের কারখানার বিল্ডিংএ মেশিনারী ও কাঁচামাল, প্রক্রিয়াজাত মাল, তৈরী মালসহ ব্যাপক ক্ষতি হয়। আগুনে আমাদের ক্ষয়- ক্ষতির পরিমাণ আনুমানিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা।”
ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিক ভাবে ধারণা করেছেন যে, বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।