ঢাকাবুধবার , ১৫ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

তফসিল প্রত্যাখান চট্টগ্রামে বিএনপির মশাল মিছিল ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ১৫, ২০২৩ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে নগরীতে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে বিএনপি।বুধবার রাতে নগরীর বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ করেছে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বলেন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এখন জনগণের প্রতিপক্ষে অবস্থান নিয়েছে। এই একতরফা তফসিল ঘোষণার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে। সরকারের একগুঁয়েমি দেশকে এক অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাচ্ছে। তাদের অবৈধ রাজনৈতিক উচ্চাভিলাষ দেশে নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। তারা বিরোধী দল বাদ দিয়ে নীলনকশার নির্বাচনের মাধ্যমে দেশকে বাকশালী রাষ্ট্রে পরিণত করতে চায়। কিন্তু জনগণ তাদের সে ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না। শেখ হাসিনার অধীনে নির্বাচন নিরপেক্ষ, অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ন হওয়া সম্ভব নয়। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল বিএনপি, দেশপ্রেমিক জনগণ ও রাজনৈতিক দলসমুহ প্রত্যাখান করেছে। কারণ সরকারের আজ্ঞাবহ, দলদাস নির্বাচন কমিশন অবৈধ শেখ হাসিনাকে ক্ষমতা কুক্ষিগত করতে সিঁড়ি হিসাবে কাজ করছে। তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন এখন জনগনের প্রতিপক্ষ হিসাবে নিজেদের দাঁড় করিয়েছে।

তফসিল ঘোষণার প্রতিবাদে সাথে সাথে চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীরা রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ করেছে। পাহাড়তলী নয়াবাজারে পাহাড়তলী থানা যুবদলের নেতাকর্মীরা মশাল মি‌ছিল বের করে। মহানগর যুবদল নেতা আ‌লিফ উ‌দ্দিন রু‌রে‌লের নেতৃ‌ত্বে চট্টেশ্বরী রোড়ে মশাল মি‌ছিল করা হয়, চাঁন্দগাও থানা ছাত্রদ‌লের আহবায়ক আবদুর রহমান আলফাজের নেতৃত্বে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় চাঁন্দগাও থানা ছাত্রদলের মশাল মি‌ছিল বের করে। আগ্রাবাদ এ‌ক্সেস রো‌ড়ে মহানগর ছাত্রদ‌লের মিছিলে পুলিশ হামলা চালালে পু‌লি‌শের সা‌থে ধাওয়া পাল্টা ধাওয়া হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।