চট্টগ্রামের হাটহাজারীতে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে মাস্ক ব্যবহার না করার অপরাধে গেল দুই দিনে ৩৩ ব্যক্তিকে ১১ হাজার ৭’শ টাকা জরিমানা করেছেন সহকারি কমিশনার (ভূমি) শরীফ উল্যাহ। এসময় মাস্ক বিষয়ে জনগণকে সচেতন করার লক্ষ্যে ব্যাপক প্রচারণা চালানো হয়।
এ ছাড়া, ব্যক্তি উদ্যোগে অনেকের মাঝে মাস্ক বিতরণ করা হয়। করোনা প্রতিরোধে মাস্ক পড়া নিশ্চিত করতে ও জনগণের মধ্যে সচেতনার বৃদ্ধির লক্ষ্যে ভ্রাম্যমান অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান শরীফ উল্যাহ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।