ঢাকাবৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মালিতে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত।

আন্তর্জা‌তিক ডেস্ক।
জানুয়ারি ১৪, ২০২১ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে বোমা বিস্ফোরণ ঘটনায় জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ৩ সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (১৩ জানুয়ারি) দেশটির মধ্যাঞ্চল টিম্বাকটুর বামবারা-মাউদে শহরের প্রায় ২০ কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে। জাতিসংঘ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, আগে থেকে পেতে রাখা একটি বোমা শান্তিরক্ষীদের গাড়ি বহরের আঘাতে বিস্ফোরিত হয়। একই সময় অজ্ঞাত হামলাকারীরা তাদের ওপর গুলি চালায়।

তবে কারা এ হামলা চালিয়েছে তা পরিষ্কার নয়। নিহত শান্তিরক্ষীরা আইভরি কোস্ট থেকে এসেছিলেন বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই অঞ্চলে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পর্কিত জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতা রয়েছে। এদের কারণে পশ্চিম আফ্রিকার দেশগুলোর অধিকাংশ এলাকা অরক্ষিত।

মালির জাতিসংঘ মিশনে ১৩ হাজারেরও বেশি সেনা সদস্য কর্মরত রয়েছে। দেশটির উত্তরাঞ্চলে ও মধ্যাঞ্চলে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সহিংসতা দমনে কাজ করছেন তারা। এখন পর্যন্ত মিশনটির প্রায় ২৩০ জন সদস্য প্রাণ হারিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।