করোনা মহামারীর প্রকোপ ঠেকাতে বাংলাদেশসহ ৯টি দেশের নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া সরকার। দেশগুলো হচ্ছে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ব্রাজিল, স্পেন, ফ্রান্স, ইতালি, সৌদি আরব এবং রাশিয়া। এর আগে গত মঙ্গলবার ভারত, ফিলিপিন ও ইন্দোনেশিয়ার নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞার ঘোষণা দেয় মালয়েশিয়া।
দেশটিতে বিদেশ ফেরতদের মাধ্যমে করোনা ভাইরাসের বিস্তার বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটির কয়েকটি গণমাধ্যম।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মালয়েশিয়ার মন্ত্রী ঈসমাইল সারাবি ইয়াকুবের উদ্ধৃতি দিয়ে দেশটির দৈনিক মালয়েশিয়াকিনি এ তথ্য জানায়। ৯ দেশের নাগরিকদের প্রবেশ নিষেধাজ্ঞার আদেশটি কার্যকর হবে আগামী আগামী ৭ সেপ্টেম্বর থেকে। মালয়েশিয়া সরকারের এ সিদ্ধান্তের তথ্যটি নিশ্চিত করেছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।
দেশটির সংবাদ মাধ্যমগুলো মারফত জানা যায়, মূলতঃ যেসব দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে সেসব দেশের নাগরিকদের জন্য এই নিষেধাজ্ঞা সিদ্ধান্ত নেয়া হয়েছে।