বরিশালের বানারীপাড়ায় নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় পৌরসভার ৯ নং ওয়ার্ডের কলেজ মোড় জামে মসজিদ প্রাঙ্গনে থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।
তিনি তার দিক নির্দেশনা মূলক বক্তৃতায় বলেন, সমাজ গঠনে দলমত নির্বিশেষে সকলকে এক হয়ে এগিয়ে আসতে হবে। একাডেমিক শিক্ষা গ্রহন করতে দেওয়ার পাশাপাশি অন্যসব বিষয়ে সন্তানদের খোঁজ খবর রাখতে হবে। সন্তানদের জন্য ধর্মীয় শিক্ষার ওপরে বিশেষ ভাবে খোয়াল দিতে হবে। খেলাধুলা ও মনোবল বাড়ে এমনসব সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতে হবে। সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই আমরা সামাজিক ব্যধী অনেকাংশে কমিয়ে আনতে পারবো।
বিট পুলিশিং সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম (বার)। এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন,বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা, বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু, বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, নারী কাউন্সিলর বিলকিস খানম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহকারী পুলিশ সুপার (উজিরপুর সার্কেল) আবু জাফর মো. রহমতউল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন মাখন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক ওয়াহীদুজ্জামান দুলাল, বানারীপাড়া থানার ইন্সপেক্টর (তদন্ত) জাফর আহম্মেদ, আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুন্তাকিম লস্কর কায়েস, প্রেসক্লাবের নির্বাহী সদস্য এস.এম. গোলাম মাহমুদ রিপন, সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ ও ইলিয়াস শেখ, সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা, যুগ্ম-সম্পাদক মোঘল সুমন শাফকাত,সজল চৌধুরী, ও ফয়েজ আহম্মেদ শাওন, সাংগঠনিক সম্পাদক শফিক শাহিন প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন, গাভা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক কেএম শফিকুল আলম জুয়েল ও বন্দর মডেল স্কুলের শিক্ষক মো. জাহিদ হোসেন।