ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণঃ এক রো‌হিঙ্গা নিহত।

অনলাইন ডেস্ক।
অক্টোবর ২৪, ২০২০ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলাসংলগ্ন মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ৪০ নম্বর পিলারের নিকটবর্তী রেজু আমতলী এলাকায় গতকাল শুক্রবার রাতে এ বিস্ফোরণ ঘটে। পরে আজ শনিবার সকালে ঘুমধুম পুলিশ ও বিজিবি ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন।

নিহত কিশোরের নাম মো. জাবের। সে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের এমদাদ হোসেনের ছেলে।

কক্সবাজারে বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতের আঁধারে কিছু রোহিঙ্গা নাগরিক মাছ ধরার উদ্দেশ্যে অবৈধভাবে মিয়ানমারে ঢুকে পড়ে। মাছ ধরা শেষে একই স্থান দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় মাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই জাবের নামের এক রোহিঙ্গা কিশোর প্রাণ হারায়। পরে তার কয়েকজন সহযোগী মরদেহ কাপড়ে মুড়িয়ে কাঁধে করে গন্তব্যে যেতে থাকে। এ সময় তাদের দেখে বিজিবির টহল দল তল্লাশি করে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সীমান্ত অতিক্রম করার সময় মিয়ানমারের অভ্যন্তরে সীমানা বরাবর স্থাপিত স্থলমাইন বিস্ফোরিত হয়ে ওই রোহিঙ্গা কিশোর নিহত হয়েছে।

ঘটনার পরই নিহত জাবেরের সঙ্গে থাকা তার ভাই মো. হোসেন বিষয়টি তার মা-বাবাকে জানায়।

ঘুমধুম পুলিশ ফাঁড়ির দায়িত্বরত পরিদর্শক (তদন্ত) দেলোয়ার হোসেন জানিয়েছেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।