ঢাকামঙ্গলবার , ২৫ আগস্ট ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) সি আর দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেছেন !

নিজস্ব প্রতিবেদক
আগস্ট ২৫, ২০২০ ৪:১৯ অপরাহ্ণ
Link Copied!

আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত বীর উত্তম অমৃতলোকে যাত্রা করেছেন।
মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য এই মুক্তিযোদ্ধা “বীর উত্তম” উপাধিতে ভুষিত হন। তিনি দীর্ঘ কর্মময় জীবনে বাংলাদেশ সেনাবাহিনী উর্ধতন কর্মকর্তা মেজর জেনারেল ছিলেন এবং বাংলাদেশ রাইফেলস (বর্তমান বিজিবি) এর প্রতিষ্ঠাতা ডাইরেক্টর জেনারেল ছিলেন। অবসর গ্রহণের পরে নানা সামাজিক রাজনৈতিক দায়িত্বে নিজেকে নিয়োজিত রেখেছিলেন দীর্ঘদিন। যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে সোচ্চার সেক্টর কমাণ্ডার ফোরামের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সি আর দত্ত, ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতিও।
মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত বীর উত্তম এর কর্মময় জীবন অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার এক উজ্জ্বল প্রেরণা।

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর জেনারেল (অব:) সি আর দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৫ আগস্ট) পৃথক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, মহান মুক্তিযুদ্ধে মেজর জেনারেল (অব:) সি আর দত্তের ভূমিকা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
রাষ্ট্রপতি সি আর দত্তের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে তার অনন্য অবদান দেশ ও জাতি চিরদিন কৃতজ্ঞ চিত্তে সঙ্গে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী সি আর দত্তের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে এ দিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় সি আর দত্ত শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।