মুজিববর্ষ উপলক্ষে পঞ্চগড়ে ১ লাখ বৃক্ষ চারা রোপন করা হবে। রেলপথ মন্ত্রী,বাংলাদেশ আওয়ামীলীগ পঞ্চগড় জেলা শাখার সভাপতি,পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের জাতিয় সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন আজ ১৬ অক্টোবর শুক্রবার বিকালে বোদায় পাথরাজ নদীর পাড়ে বৃক্ষ চারা রোপন করে এই বৃক্ষ রোপন কর্মসুচির উদ্বোধন করেন। এই উপলক্ষে পানি উন্নয়ন বোর্ড ও বন বিভাগের উদ্যোগে ডাকবাংলো চত্বরে এক উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়। রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মোঃ নূরুল ইসলাম সুজন এমপি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। পঞ্চগড় জেলা প্রশাসক ড.সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যানের মধ্যে পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান,বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি,উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোলেমান আলী,পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা বক্তব্য রাখেন। সভা শেষে মন্ত্রী ও অতিথি বৃন্দ বৃক্ষ রোপন করেন। পরে মন্ত্রী স্কাউটস সদস্যদের মাঝে বিনামুল্যে বৃক্ষ চারা বিতরণ করেন। অনুষ্ঠানে আওয়ামীলীগ সহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।