ঢাকারবিবার , ৮ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

যশোরে বৃদ্ধকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই।

যশোর প্রতিনিধি।
নভেম্বর ৮, ২০২০ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

যশোরের মণিরামপুরে ‘জনপ্রিয়’ মুড়ি মিলের মালিক নারায়ন চন্দ্র দাসকে (৭৫) ছুরিকাঘাত করে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

শনিবার (৭ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে সাতটার দিকে পৌর এলাকার তাহেরপুরে এঘটনা ঘটে।গুরুতর আহত মিল মালিককে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত নারায়ণচন্দ্র তাহেরপুর এলাকার নকুল চন্দ্রের ছেলে। আহত মিল মালিকের স্ত্রী কানন বালা বলেন, ‌দিনভর বিভিন্ন দোকান থেকে পাওনা সংগ্রহ করে ব্যাগভর্তি পাঁচলাখ টাকা নিয়ে আমার স্বামী মিল থেকে বাড়ি ফিরছিলেন। মিলের অদূরে আমাদের বাড়ি। বাড়ি আসার পথটি বেশ ফাঁকা। তিনি মিল ছেড়ে কিছুদূর আসলে মুখবাধা এক যুবক হানা দিয়ে ব্যাগ ছিনিয়ে নিতে চায়। ধস্তাধস্তির একপর্যায়ে যুবকটি আমার স্বামীর পাজরের নিচে ও ডান হাতে ছুরি মেরে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে চিৎকার শুনে সবাই এগিয়ে এসে তাকে উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে ভর্তি করে। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করেছে।

মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আলমগীর হোসেন শিমুল বলেন, ছিনতাইকারী রোগীর পেট ও বুকের মাঝামাঝি এবং ডান হাতে ছুরিকাঘাত করেছে। অবস্থা গুরুতর হওয়ায় রোগীকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি। লোকমুখ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। স্বজনরা বলছেন ব্যাগে ৩০ হাজার টাকা ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।