ঢাকাশনিবার , ১১ মে ২০২৪
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে বিমানবাহিনীর কর্মকর্তাকে হত্যা করল পুলিশ।

আন্তর্জাতিক ডেস্ক
মে ১১, ২০২৪ ১১:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে ভুল বাড়িতে অভিযান চালিয়ে বিমানবাহিনীর এক কৃষ্ণাঙ্গ কর্মকর্তাকে হত্যা করেছে পুলিশ। 

বিবিসি জানিয়েছে, গত ৩ মে ফ্লোরিডার হার্লবার্ট ফিল্ডের স্পেশাল অপারেশন উইং থেকে ৮ কি:মি: দূরে অবস্থিত তার বাড়িতে এ ঘটনা ঘটেছে। পুলিশ একটি নাম্বার থেকে ফোন পেয়ে ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে যায়।

গুলিবিদ্ধ হওয়ার পর রজার ফোর্টসন (২৩) নামের ওই বিমানবাহিনীর কর্মকর্তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পরিবারের আইনজীবী অভিযোগ করেছেন, পুলিশ ভুল বাড়িতে ঢুকেছে। তবে পুলিশ এ অভিযোগ নাকচ করে বলেছে, ফোর্টসনকে বন্দুক হাতে দেখতে পেয়ে আত্মরক্ষায় ওই পুলিশ সদস্য গুলি ছুড়েছেন।

ওকালুসা কাউন্টি শেরিফ এরিক এডেন বলেন, ফ্লোরিডার পুলিশ বিভাগ ও অঙ্গরাজ্যের অ্যাটর্নির দপ্তর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তদন্তে ‘স্বচ্ছতা ও জবাবদিহি’ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে এরিক এডেন বলেন, এই তদন্তে সময় লাগবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে আমরা কিছু আড়াল করছি না বা এমন কোনো পদক্ষেপ নিচ্ছি না যা ফোর্টসন বা ওই পুলিশ সদস্যের বিচারের ক্ষেত্রে প্রভাব রাখতে পারে।

এ ঘটনায় গুলিবর্ষণকারী পুলিশ সদস্যের সঙ্গে থাকা ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ জনসমক্ষে প্রকাশ করেছে স্থানীয় পুলিশ বিভাগ। ভিডিও ফুটেজে দেখা গেছে, পুলিশ ফোর্টসনের অ্যাপার্টমেন্টর দিকে যাছে। সাথে একজন প্রত্যক্ষদর্শী ছিলেন যিনি পুলিশকে ফোন অ্যাপার্টমেন্টের ভেতর থেকে লড়াইয়ের শব্দ শুনতে পাওয়ার কথা বলেছিলেন। ওই পুলিশ সদস্য ফোর্টসনের দরজার কাছে এসে কড়া নেড়ে নিজের পরিচয় দেয়।

দরজা খুলতেই ফোর্টসনকে ডান হাতে বন্দুক ধরে থাকতে দেখা যায় ভিডিওতে। পরে ওই পুলিশ সদস্য ফোর্টসনকে লক্ষ করে একাধিক গুলি করেন এবং তাকে অস্ত্রটি ফেলে দিতে বলেন। এসময় ফোর্টসন মেঝেতে পড়ে গিয়ে বলেন, ‘এটা ওখানেই আছে। আমার কাছে নেই।’

ফোর্টসন পরিবারের আইনজীবী বেন ক্রাম্প বলেন, তিনি একজন দেশপ্রেমিক ছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একজন সদস্য ছিলেন। ফোর্টসনের মা চ্যান্টিমেক্কি ফোর্টসন বলেন, আমার সন্তান আমার সবকিছু ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।