ঢাকাশুক্রবার , ১৫ ডিসেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

যেকোনো মূল্যে নির্বাচনকে সুষ্ঠু করব: ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৩ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

যেকোনো মূল্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হবে।

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয়ে আজ শুক্রবার এক ব্রিফিংয়ে এ কথা বলেন ওবায়দুল কাদের।

কাদের বলেন, আগামী ১৮ ডিসেম্বর বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে থেকে শুরু হয়ে শেষ হবে ধানমন্ডি ৩২ নম্বরে।

নির্বাচন যত ঘনিয়ে আসছে বিএনপি ও তার দোসরদের সন্ত্রাস, সহিংসতা ও গুজব ভয়ংকরভাবে বিস্তার করছে বলে দাবি করেন কাদের।

টিআইবি বিএনপির সুরে কথা বলে জানিয়ে কাদের বলেন, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৮টি দল অংশ নিচ্ছে। অথচ কেন এটি অংশগ্রহণমূলক নয়। বিএনপির ভাবাদর্শের প্রবক্তারা চোখ থাকতে অন্ধ। উদ্ভট কথাবার্তা বলছে। কাদের বলেন, অংশগ্রহণমূলক নির্বাচন হবে না বলাটা হতাশাজনক।

এক প্রশ্নের উত্তরে কাদের বলেন, যে-সব প্রার্থী নির্বাচন করার যোগ্যতা হারিয়েছেন আমরা তাদের ব্যাপারে নির্বাচন কমিশনকে  প্রভাবিত করার চেষ্টা করছি না।

কাদের বলেন, নির্বাচনের আচরণবিধি লংঘন করলে ইসি যে ব্যবস্থা নিচ্ছে তা আমরা সমর্থন করি। ভালো দৃষ্টান্ত হয়ে থাকবে এবারের নির্বাচন। অপেক্ষা করুন কী নির্বাচন হয় দেখেন। লজ্জা পাবেন। সত্যিকারের নির্বাচন হবে, যে-সব বিদেশি কথা বলেন তাদের বলতে চাই, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।