বদআমলের আশাস্তি খুব দ্রুত নাযিল হয়, তা হল জুলুম করা এবং মিথ্যা শপথ করা।
এ দুটি বদ আমল মানুষের মাল ও দৌলতকে ধ্বংস করে দেয়। নারীদেরকে বন্ধ্যাা (সন্তান ধারণে অক্ষম) করে দেয় এবং জনবহুল বসতিকে বিরান করে দেয়। (অর্থাৎ, খুব বেশী পরিমাণে মানুষ প্রাণ হারায়)।
হাদীস শরীফে আছে, গুনাহের শাস্তি আল্লাহ তায়ালা যখন ইচ্ছা প্রদান করেন। কখনও সঙ্গে সঙ্গে শাস্তি দেন। কখনও অনেক পরে। কিন্তু পিতা-মাতার সাথে নাফরমানীর শাস্তি আল্লাহ তায়ালা খুব দ্রুত প্রদান করেন। মরার আগে দুনিয়াতেই সে তার শাস্তি ভোগ করে যায়।
রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা পূতঃ পবিত্র থাক, তাহলে তোমাদের স্ত্রীরাও থাকবে পূতাত্মা; তোমরা তোমাদের পিতা-মাতার সাথে সদাচরণ কররে তোমাদের সন্তানরাও তোমাদের সাথে করবে সদাচরণ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।