ঢাকাসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গাবালীতে রামদা হাতে যুবলীগ নেতার মিছিল

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৩ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীতে প্রকাশ্যে রামদা (দেশি অস্ত্র) হাতে নিয়ে হরতালবিরোধী এক মিছিলে অংশগ্রহণ করেছেন যুবলীগের এক নেতা। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়েছে। রামদা হাতে নিয়ে মিছিল করা ওই যুবলীগ নেতার নাম কাওসার ফরাজী। তিনি মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নে গত ২৯শে অক্টোবর এ মিছিল হয়। ভাইরাল হওয়া ৬ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায়, মৌডুবি বাজারে সন্ধ্যায় একটি মিছিল হচ্ছে। ওই মিছিলের সামনের সারিতে রামদা উঁচিয়ে হাঁটছেন যুবলীগ নেতা কাওসার। এ বিষয়ে জানতে চাইলে কাওসার ফরাজী বলেন, ওরা (বিএনপি-জামায়াত) সবকিছু করে। আমরা যদি এটুকুও না করি, তাহলে আর কী করমু আমরা? আমরা দলের জন্য করছি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, একটি ভিডিও ক্লিপ তারা দেখছেন। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল বলেন, এ ধরনের ভিডিও আমি দেখিনি।

খোঁজখবর নিয়ে দেখছি। এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন বলেন, বিষয়টি তিনি জানেন না। বিষয়টি গ্রহণযোগ্য নয়। তবে এ ধরনের কোনো ঘটনা ঘটলে এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।