এবার রাঙ্গামাটির বরকল উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং আওয়ামী লীগের নেতা মো. আলমগীর এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। ১৬ অক্টোবর শুক্রবার বিকেলে শহরের রাজবাড়ি এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এরপর পুলিশ ঐ নারীকে উদ্ধার করেন।
দীর্ঘ দিন ধরে উদ্ধারকৃত নারীকে ভয় দেখিয়ে এ আওয়ামী লীগ নেতা ধর্ষণ করে আসছেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল তিনটার দিকে গোপনে খবর পেয়ে পুলিশ শহরের রাজবাড়ি একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। এরপর পুলিশ ওই নারীকে উদ্ধার করে। তিনি পুলিশের কাছে অভিযোগ করেন, আপত্তিকর ছবি ও ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া ভয় দেখিয়ে আলমগীর দীর্ঘদিন ধরে তাঁকে ধর্ষণ করছিলেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “আমরা গোপন তথ্যের ভিত্তিতে আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করি। এ বিষয়ে মামলা প্রস্তুতি চলছে।”