ঢাকামঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন,১২ টি ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২৪, ২০২০ ১:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে সোমবার রাতে অ‌গ্নিকাণ্ড ঘ‌টে‌ছে। এ‌তে বিপুল সংখ্যক ঘর পুড়ে গেছে  সোমবার রাত ১১ টা ৪৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে রাত ১২টা ৫৫ মি‌নি‌টে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নে। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালের পাশে সাততালা বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও ইউনিট পাঠানো হয়। মোট ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্র‌ণে আ‌নে। ত‌বে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির প‌রিমানের বিষ‌য়ে তাৎক্ষ‌নিক জানা যায়নি। হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, যেখানে আগুন লাগে সেখানে বস্তিঘর, প্লাস্টিক পণ্যে ও ওষুধসহ বিভিন্ন দোকান ছিল। হাজার হাজার উৎসুক জনতার জন্য আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে বাড়তি পুলিশ ফোর্স এনে তাদের সরাতে হয়। আগুনের মধ্যে লোকজনকে মালামাল সরিয়ে নিতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির দক্ষিণ ও দক্ষিণপূর্ব পাশে তীব্রতা ছিল বেশি। আশপাশে পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।