রাজীবপুর উপজেলার ১৮টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের উপকরণ বিতরণ করা হয়েছে।
এল জি এ স পি -৩ প্রকল্পের অর্থায়নে ও রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় মুক্তিযুদ্ধ কর্নার স্থাপনের বিভিন্ন উপকরণ বিতরন করেন রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আলম বাদল। এসময় পরিষদের
ইউপি সদস্য ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় গুলোর শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনা জাগিয়ে তুলতেই মুক্তিযুদ্ধ কর্ণার স্থাপন করা হচ্ছে বলে জানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।