বিরোধপূর্ণ নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দেশ দুটির মধ্যে চলা সংঘাতের মধ্যে যুদ্ধ বিরতিতে রাজি হলো আর্মেনিয়া-আজারবাইজান। উভয় দেশকে নিয়ে মধ্যস্থতাকারী দেশ রাশিয়ায় বৈঠকে আজারবাইজান ও আর্মেনিয়া সাময়িক যুদ্ধ বিরতীতে সম্মত হয়।
এর আগে ৪ অক্টোবর আর্মেনিয়ার পররাষ্ট্র মন্ত্রনালয় যুদ্ধবিরতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কাজ করার আগ্রহ জানিয়েছিলো। তবে একই সঙ্গে বিরোধপূর্ণ অঞ্চলে যে কোন আগ্রাসনেরও কড়া জবাব দেয়া অব্যাহত রাখা হবে বলেও সতর্ক করা হয়েছিলো ওই বিবৃতিতে।
জানা গেছে, মস্কোতে এই দুই দেশের ১০ ঘণ্টা ব্যাপী বৈঠকের পর শনিবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এমনটি জানান। তিনি বলেন, ১০ অক্টোবর মধ্যরাত থেকে এই সাময়িক যুদ্ধ বিরতি কার্যকর হবে।
উল্লেখ্য যে, আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। গত ২৭ সেপ্টেম্বর এই অঞ্চলে নতুন আবারো যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইতোধ্যে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন হাজার হাজার মানুষ। এর আগে ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালেও ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।
এর আগে দু’দেশই আলোচনা বসার বিষয় প্রত্যাখ্যান করেছিলো।