গতকাল বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে (চসিক) কেন্দ্র করে আওয়ামী লীগ মনোনীত একমাত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে নগরীর বিপুল সংখ্যক নেতাকর্মী সহ ১১, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের তিন পুরুষ কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর জনাব আবদুস সবুর লিটন, আলহাজ্ব অধ্যাপক মোঃ ইসমাইল, মোঃ হোসেন এবং হুরে আরা বিউটির সমর্থনে এক বিশাল নির্বাচনী গনসংযোগ অনুষ্ঠিত হয়।

নগরীর ১১, ২৫ ও ২৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগ প্রার্থীদের গনসংযোগের একাংশ।
গনসংযোগটি ২৫ নং রামপুরা ওয়ার্ড থেকে শুরু হয়ে ১১ নং ওয়ার্ড হয়ে ২৬ নং ওয়ার্ডের প্রতিটি মোড়, রোড ও এলাকায় এসে শেষ হয়।
২৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সবুর লিটন (টিফিন ক্যারিয়ার মার্কা) দলীয় ব্যানারে নির্বাচন করছেন। এসময় গনসংযোগে মেয়র প্রার্থী রেজাউল করিম বলেন, “আমি চট্টগ্রামের সন্তান হিসেবে সুখে-দুখে সবার সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। চট্টল পরিবারে সদস্য হিসেবে মেয়র নির্বাচিত হলে চট্টল পরিবারের উন্নয়নে নিজেকে উজার করে দিতে চাই।”
তিনি এ সময় মেয়র প্রার্থী হিসেবে নিজের নৌকা মার্কা সহ ২৫ নং ওয়ার্ডের প্রার্থী আবদুস সবুর লিটনকে টিফিন ক্যারিয়ার মার্কায় ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বিউটিকে মোবাইল মার্কায় ভোট দিয়ে জয়ী করার জন্য সকলকে অনুরোধ করেন।
এসময় মেয়র প্রার্থীর সাথে গনসংযোগে আরও ছিলেন চট্টগ্রাম ১০ আসনের বর্তমান সংসদ সদস্য ডাঃ আফসারুল আমিন এমপি’র অনুজ এবং ওমরগণি এম ই এস কলেজের সাবেক এজিএস এরশাদুল আমিন।
জনাব এরশাদুল আমিন বলেন, “বিদ্রোহীরা সবাই মোনাফেক, তাদের কোন দল নেই, সবাই জোট হয়ে এসব বিদ্রোহীদের বয়কট করুন।” এ সময় জনাব এরশাদুল আমিন, শেখ হাসিনার মনোনীত সকল প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি এসময় মেয়র প্রার্থী জনাব রেজাউল করিমকে নৌকা মার্কায় এবং ২৫ নং ওয়ার্ডের প্রার্থী আবদুস সবুর লিটনকে টিফিন ক্যারিয়ার মার্কায় ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বিউটিকে মোবাইল মার্কায় ভোট দেবার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি বলেন ২৫ নং ওয়ার্ডে আওয়ামী লীগের কোন বিদ্রোহী প্রার্থী নাই।
গনসংযোগটি ২৫ নং থেকে ১১ নং ওয়ার্ডে এসে পৌঁছালে উক্ত ওয়ার্ডের আওয়ামী লীগের দলীয় মনোনীত কাউন্সিলর প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোঃ ইসমাইলকে টিফিন ক্যারিয়ার মার্কায় ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বিউটিকে মোবাইল মার্কায় ভোট দিতে মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী সকলের কাছে অনুরোধ করেন। এসময় মেয়র প্রার্থী নৌকায় ভোট দিয়ে তাঁকে জয়যুক্ত করে নগরীর সেবা করার সুযোগ দিতে জনগনের কাছে অনুরোধ করেন। একই সময় জনাব এরশাদুল আমিন সকলকে প্রধানমন্ত্রী ও দলের মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোঃ ইসমাইলকে টিফিন ক্যারিয়ার মার্কায় ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বিউটিকে মোবাইল মার্কায় ভোট দিতে অনুরোধ করেন।
এরপর ২৬ নং ওয়ার্ড এর প্রতিটি মোড় রোড ও এলাকায় গণসংযোগ করেছেন চসিক মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। ২৬ নং ওয়ার্ড থেকে লায়ন মোঃ হোসেন (ঠেলা গাড়ী মার্কা) এবং নারী কাউন্সিলর প্রার্থী হুরে আরা বিউটি (১১, ২৫ ,২৬ ওয়ার্ড মোবাইল মার্কা) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে কাউন্সিলর নির্বাচন করছেন।
গণসংযোগকালে বি ব্লক এস ক্লাব মোড় চত্বরে এসে রেজাউল করিম চৌধুরী বলেন, “আমি আপনাদের সন্তান হিসেবে আপনাদের সেবার দায়িত্ব নিতে চাই। চট্টগ্রাম মহানগরীতে বসবাসকারী তথা হালিশহরবাসী আমরা সকলেই একটি পরিবার আর সিটি করপোরেশন এই পরিবারের সেবামূলক কাজ করে থাকে।”
এসময় জনাব এরশাদুল বি-ব্লক সহ ওয়ার্ডের সকল ভোটারকে দলীয় প্রার্থী মোঃ হোসেন ও মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বিউটিকে ভোট দেবার জন্য অনুরোধ করেন।
এ সময় জনাব এরশাদুল আমিন বলেন, “বর্তমান চসিক নির্বাচনকে কেন্দ্র করে আমাদের পরিবারকে নিয়ে একটি মহল ষরযন্ত্রে মেতে উঠেছে। অনেক মাধ্যম থেকে বলা হচ্ছে আমি এবং আমার রাজনৈতিক পরিবার বিপক্ষ কোন প্রার্থীদের সমর্থন দিচ্ছি। যা সম্পূর্ণ বানোয়াট ও রাজনৈতিক জঘন্য মিথ্যাচার।”
গনসংযোগে সাবেক এ ছাত্রনেতা অত্র এলাকার সংসদ সদস্য ডাঃ আফসারুল আমিনের অনুজ এরশাদুল আমিন আরও বলেন,আমরা যার আওয়ামী লীগ করি আমাদের দায়িত্ব জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মেয়র পদে বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী,কাউন্সিলর পদে আলহাজ্ব মোঃ হোসেন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী হুরে আরা বিউটিকে ভোট দিয়ে জয়যুক্ত করা।
আমি স্পষ্ঠভাবে বলতে চাই, “প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী ছাড়া আমাদের কারো সাথে কোন সংশ্লিষ্টতা নেই। আপনারা সবাই ২৭ তারিখ নৌকা, ঠেলাগাড়ী ও মোবাইল মার্কায় ভোট দিয়ে সকল মিথ্যা ষড়যন্ত্রের সমুচিত জবাব দিন।”
গনসংযোগে দলের শত শত নেতা কর্মী ছাড়াও হাজার হাজার কর্মীরা স্বতস্ফূর্ত ভাবে নির্বাচনী প্রচারনা শান্তিপূর্ণভাবে শেষ করেন।