ঢাকাশুক্রবার , ১৬ অক্টোবর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

লন্ডনে দ্বীতীয় স্তরের করোনা বিধিনিষেধ আরোপ আগামীকাল মধ্যরাত থেকে।

আন্তর্জা‌তিক ডেস্ক।
অক্টোবর ১৬, ২০২০ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

ক‌রোনার প্রথম ধাপ কা‌টি‌য়ে উঠ‌তে না উঠ‌তে দ্বিতীয় প্রবা‌হের ভয়াবহতা ক্র‌মেই বিশ্ব‌কে ব্যা‌তিব্যাস্ত ক‌রে তু‌লে‌ছে। সব‌চে‌য়ে ক্ষ‌তিগ্রস্ত ইউরোপ‌কে জঘন্য অবস্থায় ফে‌লে‌ছে কো‌ভিড~১৯ এর দ্বিতীয় প্রবাহ। ফ্রা‌ন্সে সন্ধ্যার পর কার‌ফিউ জা‌রি করার পর লন্ডন এবার কোরানার দ্বিতীয় ধাপ প্র‌তিহত করার জন্য ব্যবস্থা নি‌চ্ছে।

করোনা সংক্রমন ক্রমবর্ধমান হারে বৃদ্ধির ফলে আগামীকাল শুক্রবার মধ্যরাত থেকে লন্ডনে দ্বীতীয় স্তরের করোনা বিধিনিষেধ আরোপ করা হবে, আজ এমনটাই ঘোষণা দিয়েছেন স্বাস্থমন্ত্রী ম্যাট হ্যানকক ।

তিনি বলেন ,” করোনা নিয়ন্ত্রণে আনতে সকলকেই যার যার জায়গা থেকে ভূমিকা রাখা উচিত।” লন্ডনে যে সকল বিধিনিষেধ আরোপ করা হবে তা হলো ,পাব রেস্তোঁরা সহ বিভিন্ন হাউজ হোল্ডে পরিবারের মধ্যে মেলামেশায় নিষেধাজ্ঞা ।

এদিকে লন্ডনের মেয়র সাদিক খান বলেছেন, লন্ডনবাসী আরো কড়াকড়ি দেখতে চায় না। তবে মানুষের সুরক্ষায় জন্য এটি প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। তিনি অতিরিক্ত অর্থ বরাদ্ধের জন্য সরকারকে চাপ দিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, সামনে শীতে খুব কঠিন সময় পার করতে হবে।

বিবিসি জানিয়েছেন গ্রেটার ম্যানচেস্টারে কভিডের সর্বোচ্চ বিধিনিষেধের স্তরে চলে এসেছে। এখানেও লিভাপরপুলের মত টায়ার ৩ বিধিনিষেধ আরোপ করা হতে পারে।

উ‌ল্লেখ্য যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’ আগেই হুঁশিয়ারী দি‌য়ে‌ছি‌লো যে, ক‌রোনার দ্বিতীয় প্রবাহ ভয়াবহ রুপ নি‌বে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।