ঢাকাশনিবার , ২৬ সেপ্টেম্বর ২০২০
  1. অনান্য
  2. অপরাধ ও আইন
  3. অভিবাসীদের নির্মম জীবন
  4. অর্থনীতি
  5. আত্মসাৎ
  6. আন্তর্জাতিক
  7. ইতিহাস
  8. উদ্যোক্তা
  9. এশিয়া
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. খেলাধুলা
  13. গণমাধ্যম
  14. গল্প ক‌বিতা
  15. চট্টগ্রাম বিভাগ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ট্রেনের সঙ্গে পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষ

আসাদ হোসেন রিফাত,লালমনিরহাটঃ
সেপ্টেম্বর ২৬, ২০২০ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে লালমনিরহাটের বুড়িমারী স্টেশনের ঘুন্টি নামক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া লালমনিরহাট গামী কমিউটার ট্রেনের সঙ্গে একটি পাথরবোঝাই ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের চালক জহুরুল ইসলামসহ ১০ যাত্রী আহত হয়েছেন।

জানা গেছে, বেলা ১২টায় বুড়িমারী স্টেশন থেকে ছেড়ে আসা কমিউটার ট্রেনটি যাত্রী নিয়ে লালমনিরহাট যাচ্ছিলো। পরে স্টেশন থেকে ৭শ’ মিটার দূরে ঘুন্টি নাম স্থানে পৌঁছালে একটি পাথর বোঝাই ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতেই ট্রেন এবং ট্রাক দুটি দুমড়ে মুচড়ে যায়। এতে ট্রেনের চালক জহুরুল ইসলামসহ ১০ যাত্রী আহত হয়।

বুড়িমারী স্টেশন মাস্টার মোকছেদ আলী জানান, দুর্ঘটনার কারণে ট্রেনের সামনের অংশের কিছুটা ক্ষতি হয়েছে। যার কারণে ট্রেন চলাচল সাময়িক বন্ধ ছিল। আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল অপরাজিতবাংলা ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন oporajitobangla24@yahoo.com ঠিকানায়।