শান্তিপূর্ণ মানববন্ধনে সদলবলে চড়াও হয়ে তা পণ্ড করে দিয়েছেন বরগুনার বামনা থানার ওসি ইলিয়াস আলী তালুকদার। মানববন্ধনে অংশগ্রহণকারীদের লাঠিপেটার নির্দেশ তাৎক্ষণিক অতি উৎসাহে পালন না করায় থানার এক এসআইকেও চড়-থাপ্পড় মারেন দোর্দণ্ড প্রতাপশালী এই পুলিশ কর্মকর্তা। একপর্যায়ে নিজেই লাঠি হাতে বেপরোয়াভাবে পিটুনি শুরু করেন।
সিনহা রাশেদ হত্যার বিচার এবং সিফাত ও শিপ্রার মুক্তি দাবিতে একই দিনে রাজধানীর স্টামফোর্ড ইউনিভার্সিটির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে প্রতিবাদসভা হয়েছে। একই দাবিতে মানববন্ধন পালিত হয়েছে কিশোরগঞ্জের কটিয়াদীতে।
শনিবার বেলা ১২টায় জেলার বামনা কলেজ রোড সড়কে এই কর্মসূচিতে সিফাতের নানা বামনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আইউব আলী হাওলাদারও অংশ নেন।
তবে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে বামনা থানার ওসি মো. ইলিয়াস হোসেন বলেছেন, “পুলিশের অনুমতি না নিয়ে একদল দুষ্কৃতকারী রাষ্ট্রের বিরুদ্ধে মানববন্ধন করছের বলে আমি জানতে পেরেছি। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে বলে কর্মসূচি বন্ধ করে দিয়েছি। লাঠিচার্জ করা হয়নি।”
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ। সে সময় তার সঙ্গে ছিলেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিলম অ্যান্ড মিডিয়া বিভাগের ছাত্র সিফাত।